আন্তর্জাতিক
- ইউক্রেনের নানা প্রান্তে রকেট হামলা অব্যাহত রাখল রাশিয়া। তাদের ঠেকাতে ব্রাসেলসে ন্যাটো ও জি ৭ গোষ্ঠীর বৈঠক থেকে কোনো সিদ্ধান্তে আসা যায়নি। জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়ামের মতো দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজি নয়। মূলত জ্বালানি নির্ভরতার জন্যই তারা রাশিয়াকে চটাতে চায় না। এদিকে পরিস্থিতি নিয়ে জেরুজালেমে বৈঠক করলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্রিঙ্কেল। এদিকে খারকিভে একটি পরমাণু কেন্দ্রেও আক্রমণ চালিয়েছে রাশিয়া।
- ৬৮ বছর পর পুনরায় আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আত্মপ্রকাশ করল শ্রীলঙ্কার রত্নমালা বিমানবন্দর।
জাতীয়
- চলতি অর্থবর্ষে ভারত ৩০ লক্ষ কোটি টাকা (৪০ হাজার কোটি ডলার)এর লক্ষ্যমাত্রা পূরণ করেছে। এজন্য দেশবাসীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- মলদ্বীপ সফর করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে ২৬০ কোটি ডলার ব্যয় করে বিভিন্ন সহায়তামূলক প্রকল্প নিয়েছে ভারত। সেখানে উথরু খিলাফানহু বন্দরও তৈরি করে দিচ্ছে ভারত।
খেলা
- মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা। এদিন দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল ভারত।
- গ্রানাডা টেস্টে ওয়েস্ট ইন্ডিজ জয়ী হল ইংল্যান্ডের বিরুদ্ধে। একই সঙ্গে সিরিজেও জয়ী হল ১-০ ব্যবধানে।
বিবিধ
- গন্ডার সুমারি শুরু হল কাজিরাঙায়। ২০১৮ সালের গন্ডার সুমারিতে সেখানে ২৪১৩টি গন্ডারের খোঁজ পাওয়া গিয়েছিল।