কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ মার্চ ২০২২

465
0
Current Affairs 18th March

আন্তর্জাতিক

  • তুরস্কের রাজধানী ইস্তামবুলের ডোলমাবাচে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি বৈঠক ইতিবাচক বলে জানা গেল। তবে সংঘর্ষ বিরতিতে কোনো পক্ষই সম্মত হয়নি। এবং ইউক্রেনে সমানেই হামলা চালিয়ে গেছে রাশিয়া। ১ কোটি ইউক্রেনবাসী দেশত্যাগ করেছেন এবং ২০ হাজার মানুষের প্রাণ হানি হয়েছে।  করোনা ভাইরাসে একদিনে সাংহাইয়ে সংক্রমিত হলেন ৫০০০ জনের বেশি মানুষ। কঠোর লক ডাউন চলছে চিনের এই শহরে।
  • লন্ডনে লকডাউন চলাকালীন প্রধানমন্ত্রী সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে অজস্র পার্টির আয়োজন করায় ২০ দফা জরিমানা ধার্য করল সেখানকার পুলিশ।

 

জাতীয়
  • রাজস্থানের আলওয়াডে সরিস্কা বাঘ সংরক্ষণ অরণ্যে ১০ বর্গ কিলোমিটারের বেশি জায়গায় আগুন  ছড়িয়ে পড়েছে। বায়ুসেনার দুটি কপ্টার ব্যবহার করা হচ্ছে দাবানল নিয়ন্ত্রণে।
  • করোনা সংক্রমণে দেশে ৫,১৬,১৭২ জনের প্রাণহানি হয়েছে। প্রতি দশ লক্ষে প্রাণহানির সংখ্যা ৩৭৪ জন। এদিন এই তথ্য জানিয়ে কেন্দ্রীয় সরকার দাবি করল, এ বিষয়ে বিদেশের সংবাদপত্রগুলি ভুল তথ্য দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, মেক্সিকোয় প্রতি ১০ লক্ষে করোনায় প্রাণহানির গড় যথাক্রমে ২৯২০, ৩০৯২, ২৫০৬ ও ২৪৯৮ জন।
খেলা
  • উত্তর ম্যাসিডোনিয়াকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করল পর্তুগাল। দুটি গোলই করলেন ব্রুনো ফার্নান্ডেজ।

 

বিবিধ
  • টানা ১৩৭ দিন স্থির থাকার পর দেশে পুনরায় বাড়তে শুরু করেছে পেট্রোপণ্যের দাম। এদিন পেট্রোল ও ডিজেলের দাম গিয়ে দাঁড়াল প্রতি লিটারে ১১০.৫২ টাকা এবং ৯৪.৪২ টাকা (কলকাতায়)। পেট্রোলের এই দাম নতুন রেকর্ড।