রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ

1263
0
Railway Apprentice 

ভারতীয় রেলের অধীন বেনারস লোকোমোটিভ ওয়ার্কসে ৩৭৪ জন অ্যাপ্রেন্টিস  নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (Rail apprentice 2022)।

যে সমস্ত ট্রেড অ্যাপ্রেন্টিস নেওয়া হবে সেগুলি হল ফিটার, কার্পেন্টার, পেইন্টার,মেশিনিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান।

শূন্যপদ: আইটিআই প্রার্থীদের জন্য শূন্যপদ ৩০০ এবং নন আইটিআই প্রার্থীদের জন্য শূন্যপদ ৭৪। আইটিআই এর মধ্যে ফিটার ট্রেড এর শূন্যপদ ১০৭, কার্পেন্টার ৩, মেশিনিস্ট ৬৭, ইলেকট্রিশিয়ান ৭১, ওয়েল্ডার ৪৫, পেইন্টার ৭।

নন আইটিআই ফিটার ট্রেড এর শূন্যপদ ৩০, মেশিনিস্ট ১৫, ওয়েল্ডার ১১, ইলেকট্রিশিয়ান ১৮।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাস সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি স্বীকৃত  আইটিআই পাশ। নন আইটিআই প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা:২৬ মার্চ ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫ থেকে ২২ বছরের মধ্যে। ওয়েল্ডার  ট্রেডের ক্ষেত্রে বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সবক্ষেত্রেই বয়সের উর্ধ্বসীমায় নিয়মমতো ছাড় পাবে।

আবেদনের ফি: ১০০ টাকা, তপশিলি জাতি উপজাতি শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না। অনলাইনে ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.blw-indianrailways.gov.in অথবা www.blwactapprentices.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।  অনলাইন আবেদন করা যাবে ২৬ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত, অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ওয়েবসাইট থেকে জানা যাবে (Rail apprentice 2022)।