কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ এপ্রিল ২০২২

498
0
daily current affairs
Courtesy: Goal.com

আন্তর্জাতিক
  • কাবুলের পশ্চিমে আব্দুল রহিম শহিদ হাইস্কুলে পরপর দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৬ জন শিশু পড়ুয়া নিহত হল। স্থানীয় মানুষের দাবি নিহতের সংখ্যা ২০ এরও বেশি। স্থানীয় একটি কোচিং সেন্টারেও গ্রেনেড ছোঁড়া হয়। শিয়া হাজারা সম্প্রদায় এই হামলার লক্ষ্য বলে জানা গেছে।
  • পাকিস্তান মন্ত্রিসভার সদস্যরা শপথ নিলেন। তাৎপর্যপূর্ণভাবে অসুস্থতার দোহাই দিয়ে অনুষ্ঠান এড়িয়ে গেলেন পাক রাষ্ট্রপতি আরিফ আলভি। শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী পদে শপথের দিনও অনুরূপ ঘটনা ঘটেছিল। পাক সেনেটের চেয়ারম্যান সাদিক সঞ্জরানি শপথ বাক্য পাঠ করান।

 

জাতীয়
  • কোভিড যোদ্ধা স্বাস্থ্যকর্মীদের বিমা প্রকল্প `প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ-এর মেয়াদ ১৮০ দিন বাড়ালো কেন্দ্রীয় সরকার। ২২.১২ জন এর আওতায় এসেছেন।
  • গুজরাটের জামনগরে `হু- গ্লোবাল সেন্টার ফর ট্রাডিশনাল মেডিসিনে’র ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হু-এর ডিরেক্টর জেনারেল ট্রেডস অ্যাডানাম গেপ্রিয়েসাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

 

খেলা
  • এএফসি কাপের মূলপর্বে উঠল এটিকে মোহনবাগান। বাছাই পর্বের খেলায় ৩-১ গোলে পরাস্ত করল আবাহনী ঢাকা দলকে। হ্যাটট্রিক করলেন ডেভিড উইলিয়ামস।
  • ১৫ ম্যাচ পরে লা লিগায় হার মানল বার্সেলোনা। ঘরের মাঠে তাদের ১-০ গোলে পরাস্ত করল কাডিজ।

 

বিবিধ
  • মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের প্রতিরক্ষা উপদেষ্টা পদে যোগ দিলেন ভারতীয় বংশোদ্ভুত শান্তি শেঠী। প্রথম ভারতীয় বংশোদ্ভুত মার্কিন হিসেবে তিনিই প্রথম যুদ্ধজাহাজের কমান্ডরের দায়িত্ব সামলেছিলেন।

 

১৮ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন