অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডে ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার, ফায়ারম্যান, ড্রাইভার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রভৃতি পদে ৯২২ জন কর্মী নিয়োগ করা হবে (ongc recruitment 2022)।
বিজ্ঞপ্তি নম্বর: 2/2022 (R&P).
প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট/ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট/ স্কিল টেস্ট/ টাইপিং টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। কলকাতা ছাড়াও বোকারো, আগরতলা, যোধপুর, চেন্নাই, কারাইকাল, গোয়া, মুম্বই, দিল্লি, দেহরাদুন প্রভৃতি জায়গায় পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা থাকবে।
যোগ্যতা: জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (কেমিস্ট্রি, জিওলজি, জিওফিজিক্স): সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (পিঅ্যান্ডএ, অ্যাকাউন্টস, অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, মেটারিয়াল ম্যানেজমেন্ট): সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (সিমেন্টিং, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল, প্রোডাকশন, বয়েলার, সিভিল, প্রোডাকশন ড্রিলিং, ড্রিলিং): সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ডিপ্লোমা।
জুনিয়র ফায়ার সুপারভাইজার পদে দ্বাদশ শ্রেণি পাশ বা সমতুল।
মাধ্যমিক যোগ্যতায় গ্রামীণ ডাকসেবক নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন
আবেদনের ফি: ৩০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শাররিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না।
আবেদবের পদ্ধতি: https://www.ongcindia.com/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৮ মে ২০২২ তারিখ পর্যন্ত (ongc recruitment 2022)।