কারেন্ট অ্যাফেয়ার্স ৮ মে ২০২২

390
0
daily current affairs
Courtesy: The Business Standard

আন্তর্জাতিক
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাতসি জার্মানির বিরুদ্ধে জয়োৎসবের বার্ষিকী পালিত হল ইউরোপে। বার্লিন পুলিশ অবশ্য রাশিয়ার পতাকা ও ইউক্রেনের পতাকা উত্তোলন নিষিদ্ধ করেছিল।এদিক ইউক্রেনের লুহানস্কে একটি স্কুলবাড়িতে বোমা বর্ষণ করল রুশ বিমান বাহিনী। সেখানে অন্তত ৬০ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
  • নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে আয়োজিত হল `গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের শরণার্থীদের সাহায্য করতে পণ্ডিত রবিশংকর ও জর্জ হ্যারিসনের উদ্যোগে `কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজিত হয়েছিল ম্যাডিসন স্কোয়ারে।

 

জাতীয়
  • হিমাচল প্রদেশের ধর্মশালায় শীতকালীন অধিবেশনের জন্য ব্যবহৃত বিধানসভা ভবনের পাঁচিলে খলিস্তানি পতাকা ও দেওয়ালে খলিস্তানি স্লোগান লেখার ঘটনায় উত্তেজনা ছড়াল।
  • পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে `রাজ্য বিদ্যাসাগর বিকাশ অলিম্পিয়াড’ পরীক্ষায় বসল প্রায় ৭১ হাজার স্কুল পড়ুয়া।
  • আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতি সাংসদের ভোটমূল্য ৭০৮ থেকে কমে হবে ৭০০। সব বিধায়কদের  সম্মিলিত ভোটমূল্য ৫৪৯৪৭৪। সাংসদদের ক্ষেত্রেও তাইই হবে মোট ভোটমূল্য।
খেলা
  • মাদ্রিদ ওপেনে ছেলেদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন স্পেনের ১৯ বছর বয়সী কার্লোস আলকারাজ। এই প্রথম কেউ একই প্রতিযোগিতায় নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদালকে পরাস্ত করে খেতাব জিতলেন।
বিবিধ
  • পিয়ারলেস গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর সুনীলকান্তি রায় (৭৮) প্রয়াত হলেন।
  • পুনরায় ওভারেস্ট শৃঙ্গ জয় করলেন কামি রিটা (৫২)। ১৯৯৪ সাল থেকে ২৬ বার এভারেস্ট জয় করলেন তিনি।