কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ মে ২০২২

573
0
daily current affairs
Courtesy: The Wire Science

আন্তর্জাতিক
  • পশ্চিম এশিয়ায় ভয়াবহ বালুঝড়ে আক্রান্ত হয়ে পড়লেন বহু মানুষ। রিয়াধে ১২৮৫ জন, ইরাকে প্রায় ৪ হাজার জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তেহেরানে প্রতি ঘনমিটার বাতাসে ভাসছে ১৬৩ মাইক্রোগ্রাম বালিকণা যা `হু’ ঘোষিত বিশেষজ্ঞদের মত, ঘনঘন বালুঝড় জলবায়ু পরিবর্তনকেই নির্দেশ করে।
  • ওয়েলসের সর্বোচ্চ ৩৫৬০ ফুট উচ্চ স্নোডন পর্বতশৃঙ্গ জয় করলেন প্রাক্তন সেনা লিয়াম কিং। আফগানিস্তানের যুদ্ধে দুটি পাই হারিয়েছিলেন তিনি।

 

জাতীয়
  • ২০১৯ সালে বিশ্বে ৯০ লক্ষ মানুষ দূষণে প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে সবথেকে বেশি মানুষ ভারতের। `ল্যানসটে প্ল্যানেটরি হেলথ জার্নাল’ এর সমীক্ষা অনুযায়ী, ওই সময়ে ভারতের ২৩.৫ লক্ষ মানুষ দূষণে প্রাণ হারিয়েছেন।
  • রাজীব গান্ধি হত্যাকাণ্ডে অন্যতম ষড়যন্ত্রী এ জি পেরারিভালনকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট। ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি কারাবন্দি। ১৯৯৮ সালে টাডা আদালত তাঁকে মৃত্যুডণ্ড দেয়, ২০১৪ সালে সুপ্রিম কোর্ট তা বদলে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। তিনি ক্ষমার আর্জি জানিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে। দীর্ঘদিন তার নিষ্পত্তি না হওয়ায় সংবিধানের ১৪২ নম্বর ধারায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে তাঁকে মুক্তি দিল সর্বোচ্চ আদালত।
  • শিনা বরা হত্যাকাণ্ডে সাড়ে ৬ বছর পর জামিন পেলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়।

 

খেলা
  • ব্রাজিলে বিশেষভাবে সক্ষমদের অলিম্পিকে ব্যাডমিন্টনে ৩টি সোনা জিতে মজর কাড়লেন মাদুরাইয়ের ১৮ বছরের জে জের্লিন অনিকা।
  • এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে গোকুলম এফসি ৪-২ গোলে পরাস্ত করল মোহনবাগানকে।

 

বিবিধ
  • কান চলচ্চিত্র উৎসবে এবছর নিষেধাজ্ঞা চাপান হল রাশিয়ার অংশগ্রহণের ওপর। কান চলচ্চিত্র উৎসবে ভিডিও মাধ্যমে বক্তব্য রাখলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্রাদিমির জেলেনস্কি।

১৭ মে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন