কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জুন ২০২২

399
0
daily current affairs
Courtesy: The Indian Express

আন্তর্জাতিক
  • মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী বছরেই পদ্মা সেতুর উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা নদীর ওপর এই প্রথম কোন সেতু গড়া হল। ৬.১৫০ কিমি লম্বা, ১৮.১০ মিটার চওড়া সেতুটি দাঁড়িয়ে আছে ৪২টি স্তম্ভের ওপর। দোতলা সেতুর একতলায় রেল ও দোতলায় গাড়ি চলাচল করবে।
  • পাঁচ মাসে পা দিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এদিনও ইউক্রেনে ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে রুশ বাহিনী।
  • পাকিস্তানে দীর্ঘ চালবাহানার পর গ্রেপ্তার করা হয়েছিল মুম্বই হামলার অন্যতম চক্রী সাজিদ মিরকে। তাকে ১৫ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের সন্ত্রাস দমন আলাদত।

 

জাতীয়
  • বায়ুদূষণের জেরে দেশবাসীর গড় আয়ু ৫ বছর পর্যন্ত কমে যাচ্ছে। এই রিপোর্ট পেশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট। এই তথ্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রককে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন।
  • গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা গ্রেপ্তার করল সমাজকর্মী তিস্তা শীতলাবাদকে।
  • অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হল ১১৮। বরাক উপত্যকার শিলচরের বন্যা পরিস্থিতি ভয়াবহ।

 

খেলা
  • প্যারিসে তিরন্দাজি বিশ্বকাপে কম্পাউন্ড মিক্সড দলগত বিভাগে সোনার পদক জিতলেন ভারতের অভিষেক বর্মা ও জ্যোতি সুরেখা। ব্যক্তিগত বিভাগে রুপোর পদক জিতলেন জ্যোতি।
  • মেয়েদের টি টোয়েন্টি ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতল ভারত। ভারতের স্মৃতি মন্ধানা টি টোয়েন্টি ক্রিকেটে ২০০০ রান পূর্ণ করলেন।
  • রঞ্জি ট্রফির ফাইনালে প্রথণ ইনিংসে মুম্বইয়ের বিরুদ্ধে ৫৩৬ রান করল মধ্যপ্রদেশ। শতরান করলেন রজত পাতিদার (১২২)। মধ্যপ্রদেশের ৩ জন ব্যাটার শতরান করেছেন।

 

বিবিধ
  • পাকিস্তানে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে আগস্ট মাসে। তার আগে নতুন বই ছাপতে পারবেন না বলে জানিয়ে দিলেন প্রকাশকরা। গত কয়েকমাসে সেখানে কাগজের দাম বেড়েছে ২০০ শতাংশ।