কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ জুন ২০২২

332
0
daily current affairs
Courtesy: India Today

আন্তর্জাতিক
  • ফিনান্সিয়াল টাস্ক ফোর্স-এর ধূসর তালিকা থেকে মুক্তি পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এই চেষ্টার অঙ্গ হিসেবে তারা গ্রেপ্তার করল কট্টর জঙ্গি সাজিদ মিরকে। সাজিদ মুম্বই হামলা মামলায় অভিযুক্ত। পাকিস্তান জানিয়েছিল সে মৃত। ভারত দাবি করেছিল, পাকিস্তানের বহাবলপুরে পাক সেনার আশ্রয়ে বহাল তবিয়তে আছে সে।
  • বিশ্বের ৫৮টি দেশে ৩৪১৭ জনের মাঙ্কিপক্স ধরা পরেছে। এই রোগকে অতিমারি বলে ঘোষণা করল ওয়ার্ল্ড হেলথ নেটওয়ার্ক।
  • ১৯৭৩ সালের `রো ভার্সেস ওয়েভ’ মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের রায় খারিজ করা হল। মার্কিন সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারপতি এই খসড়া প্রস্তাবে সই করলেন। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে গর্ভপাতের ক্ষেত্রে ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, রাষ্ট্রের সিদ্ধান্তই চূড়ান্ত হতে পারে।

 

জাতীয়
  • নীতি আয়োগের নতুন সিইও নিযুক্ত হলেন পরমেশ্বরণ আয়ার। দেশের নতুন গোয়েন্দা প্রধান নিয়ুক্ত হলেন তপনকুমার ডেকা (ইনটেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর)। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (`র’) এর সেক্রেটারি হিসাবে সামন্ত গোয়েলের মেয়াদ বাড়ানো হল।
  • গুজরাট দাঙ্গার সময় আমেদাবাদের চমনপুরা গুলবার্গ সোসাইটি মামলায় গুজরাটের তখনকার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মাদীকে ক্লিনচিট দিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট)। সেই ক্লিনচিটের বিরুদ্ধে আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

 

খেলা
  • রঞ্জি ট্রফির ফাইনালে মুম্বইয়ের ৩৭৪ রানের জবাবে ৩ উইকেটে ৩৬৮ রান তুলল মধ্যপ্রদেশ। শতরান করলেন যশ দুবে (১৩৩) এবং শুভম শর্মা (১১৬)। এদিন ছিল ম্যাচের তৃতীয় দিন।

 

বিবিধ
  • রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে রিটার্নিং অফিসার হলেন রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পিসি মোদী। রাষ্ট্রপতি পদ প্রার্থীর মনোনয়নে ১০০ জন প্রস্তাবকের সমর্থন প্রয়োজন হয়। এদিন এনডিএ-র পদপ্রার্থী দ্রৌপদী মর্মু মনোনয়ন পেশ করলেন। তাঁর মনোনয়নে প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।