কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ জুন ২০২২

531
0
Current Affairs 23rd December

আন্তর্জাতিক
  • মার্কিন চিকিতসক তথা বিশিষ্ট প্লাস্টিক সার্জেন জিল ডোয়াইবেলের কাছে ৩ দশক ধরে চিকিতসার পর ভিয়েতনামের কিম ফুক কান থি-এর স্কিন গ্রাফ্টিংয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হল। ৫০ বছর আগে মার্কিন যুদ্ধ বিমানের ভিয়েতনামে ফেলা জাপান বোমার আঘাতে ঝলসে গিয়েছিল বালিকা কিম-এর শরীর। নগ্ন অবস্থায় কাঁদতে কাঁদতে তার পালানোর ছবি গোটা দুনিয়ায় যুদ্ধবিরোধী ছবির আইকনে পরিণত হয়েছে। যে দেশ বোমা ফেলেছিল শেষ পর্যন্ত তাদের চিকিতসা পদ্ধতিতেই সুস্থ হয়ে উঠছেন কিম। শল্য চিকিতসা সহ এই দীর্ঘমেয়াদি চিকিতসা বিনামূল্যেই করছেন জিল।
  • কৃষ্ণ সাগরের স্নেক আইল্যান্ড নিয়ে দীর্ঘ লড়াই চলেছে রাশিয়া-ইউক্রেনের। এবার সেখান থেকে সেনা প্রত্যাহারের কথা জানাল রাশিয়া।
জাতীয়
  • মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সামনে রাজভবনেই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে। তিনি হলেন মহারাষ্ট্রের ২০ তম মুখ্যমন্ত্রী। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ।
  • বিশ্বে ১১০টি দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশ। ভারতে ৪ মাস পর সক্রিয় রোগী ১ লক্ষ অতিক্রম করল। দৈনিক সংক্রমণও ১৩০ দিন পর ১৮ হাজার অতিক্রম করল। কেরল ও মহারাষ্ট্রে যথাক্রমে ৪৪৫৯ ও ৩৯৫৭ জন সংক্রমিত হয়েছেন। পশ্চিমবঙ্গে এদিন ১৫২৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন।
খেলা
  • স্টকহোম ডায়মন্ড লিগে রুপোর পদক জিতলেন ভারতের নীরজ চোপড়া। এদিন তিনি ৮৯৯৪ মিটার দূরে জ্যাভলিন ছোডেন। এটি নতুন জাতীয় রেকর্ড। অলিম্পিকে সোনাজয়ী নীরজ ভাঙলেন নিজেরই পুরনো রেকর্ড।
  • উইম্বলডনে মহিলাদের ডাবলসে প্রথম রাউন্ডেই হেরে গেল সানিয়া মির্জা-লুসি হেড্রেকা জুটি।
বিবিধ
  • মঙ্গলগ্রহের মানচিত্র নির্মাণ করল চিন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে মহাকাশযান তিয়ানওয়েন-১ অন্তত ১৩০৩ বার মঙ্গলতে প্রদক্ষিণ করেছে। একটি রোভারও তারা অবতরণ করাতে সক্ষম হয়েছে।

২৯ জুনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন