কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ জুন ২০২২

275
0
daily current affairs
Courtesy: Sporting News

আন্তর্জাতিক
  • রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে `সন্ত্রাসবাদী’ বলে অভিযোগ করলেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি। ইউক্রেনের জনবহুল এলাকা, শপিং মল, থিয়েটার, ধর্মস্থানেও রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে অভিযোগ।
  • ব্রিটিশ সমাজকর্মী, ফ্যাশন দুনিয়ার পরিচিত মুখ গিলেন ম্যাক্সওয়েলকে ২০ বছরের কারাদণ্ড দিল নিউইয়র্কের একটি আদালত। মার্কিন ধনকুবের জেপ্রি এপস্টাইনকে কিশোরী ও তরুণীদের যৌন হেনস্তায় সহযোগিতা করতেন গিলেন।

 

জাতীয়
  • আগামী ৬ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে, এই মর্মে নির্বাচন প্রক্রিয়ার সূচি প্রকাশ করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
  • রাজস্থানের উদয়পুরে কানহাইয়া নামের একজন দর্জিকে কুপিয়ে খুনের ঘটনায় ধৃত রিয়াজ আখতারি ও গাউস মহম্মদ–এর সঙ্গে করাচির জঙ্গি সংগঠন দাওয়াত–ই-ইসলামির যোগ রয়েছে বলে তদন্তে জানাল এনআইএ। ২০১৩ সালে তারা ৪৫ দিন পাকিস্তানে কাটিয়ে ছিল বলে জানা গিয়েছে।
  • মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোট স্থগিত রাখার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এরপরই মুখ্যমন্ত্রী পদ এবং বিধান পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন উদ্ধব থ্যাকারে।
খেলা
  • প্রথমবার উইম্বলডন নেমেই প্রাক্তন বিশ্বসেরা সেরিনা উইলিয়ামসকে হারিয়ে দিলেন (৭-৫,১-৬,৭-১) হারমোনি ট্যান। এবারের ইউ এস ওপেন চ্যাম্পিয়ন এমা রাদুকানুকে দ্বিতীয় রাউন্ডে হারিয়ে দিলেন ক্যারোলিন গার্সিয়া। ফরাসি ওপেনে রানার্স কাসপার রুদকে হারালেন উগো আমবে।
বিবিধ
  • সর্বনিম্ন অবস্থানে পেছৈল টাকার দাম। প্রতি ডলারে ৭৯ টাকা ৩ পয়সা।
  • নোবেল পুরস্কারজয়ী সাংবাদিক মারিয়া রেসার `রাপলার’ নামক খবরের ওয়েবসাইট বন্ধ কর দিল ফিলিপিন্সের সরকার।

২৮ জুনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন