কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ জুলাই ২০২২

530
0
daily current affairs

আন্তর্জাতিক
  • শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচনের আগে জরুরি অবস্থা জারি করলেন প্রধানমন্ত্রী তথা কার্যনির্বাহী রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘে। ২০ জুলাই রাষ্ট্রপতি ভোটে প্রার্থী হয়েছেন চার জন । তাঁরা হলেন ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)-র প্রধান রনিল বিক্রমসিঙ্ঘে ,   বিরোধী দলনেতা তথা সমগি জন বলবেগয়া (এসজেবি)-র প্রতিষ্ঠাতা-প্রধান সাজিথ প্রেমদাসা, প্রবীণ সাংবাদিক তথা রাজাপক্ষের দল শ্রীলঙ্কা পড়ুজনা পেরমুনা (এসএলপিপি)-র পার্লামেন্ট সদস্য ডলাস অলহাপেরুমনা এবং সিংহলী জাতীয়তাবাদী তা বামপন্থী দল জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি)-র নেতা আনুরা কুমারা দিশানায়েকে । কেবল আইন সভার সদস্যরাই ভোট দিতে পারবেন ।
  • লন্ডনের তাপমাত্রা পৌঁছল ৪০ ডিগ্রি সেলসিয়াসে । গোটা পশ্চিম ব্রিটেনেই চলছে তাপপ্রবাহ । অসহনীয় পরিস্থিতি থেকে বাঁচতে জরুরি অবস্থা জারি করা হল ।
জাতীয় 
  • ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন সমপন্ন হল । দেশের প্রায় ৪৮০০ জন সাংসদ ও বিধায়ক এই ভোটে অংশ নিয়েছেন । এবারের নির্বাচনে প্রার্থী দুজন , দ্রৌপদী মুর্মু ও যশবন্ত সিনহা । প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয় না। ব্যালটে ভোট দিতে হয়। সাংসদদের জন্য ছিল সবুজ ব্যালট পেপার, বিধায়কদের জন্য গোলাপি রঙের। সাংসদ, বিধায়কদের জানাতে হয় প্রথম এবং দ্বিতীয় পছন্দও। বেগুনি রঙের কালির পেন দিয়ে ভোট দিতে হবে সাংসদ, বিধায়কদের।
  • মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন যাত্রী । ইন্দোর থেকে পুনের দিকে যাচ্ছিল বাসটি । মধ্যপ্রদেশের ধর জেলায় কাহালঘাট ব্রিজের উপর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি ১০০ ফুট উঁচু ব্রিজ থেকে নর্মদা নদে পড়ে যায় ।
  • দেশে আরও একজন মাঙ্কি পক্স আক্রান্তের খোঁজ মিলল । তিনিও কেরলের বাসিন্দা । ৩১ বছরের ওই যুবক দিন কয়েক আগে দুবাই থেকে ফিরেছেন । সম্প্রতি কেরলে দেশে প্রথম মাঙ্কি পক্সে আক্রান্তের সন্ধান পাওয়া যায়। সংযুক্ত আরব আমিরশাহি থেকে ওই ব্যক্তি ফেরেন বলে জানা গিয়েছিল।
খেলা 
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগনের হেওয়ার্ড ফিল্ডে আ্যথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্রুততম হলেন মার্কিন দৌড়বিদ ফ্রেড কার্লে । ১০০ মিটার ও ৪০০ মিটার দৌড়ে তিনি সোনা জিতলেন ।
বিবিধ
  • বাংলাদেশে পদ্মা সেতুতে প্রতিদিন কোটি টাকার বেশি টোল ট্যাক্স আদায় হচ্ছে । উদ্বোধনের পর ২০ দিনে ৫২ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে বলে জানা গেছে ।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ জুলাই ২০২২