শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন রনিল বিক্রমসিঙঘে । এদিন শ্রীলঙ্কার সাংসদদের ভোটে নির্বাচিত হন তিনি । শ্রীলঙ্কার ইউনাউটেড ন্যাশনাল পার্টির সদস্য ৭৩ বছরের রনিল। ২০২০ সালে শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে জিতে মাহিন্দা রাজাপক্ষে ক্ষমতা দখল করার আগে পর্যন্ত তিনিই দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন। শ্রীলঙ্কার ছ’বারের প্রধানমন্ত্রী তিনি। রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে গত ২২ মে তাঁকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে বসিয়েছিলেন । বর্তমানে তিনিই কার্যনির্বাহী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন । রাষ্ট্রপতি নির্বাচনে তিনি পরাস্ত করলেন পার্লামেন্টের বিরোধী দলনেতা তথা সমগি জন বলবেগয়া (এসজেবি)-র প্রতিষ্ঠাতা-প্রধান সাজিথ প্রেমদাসা, প্রবীণ সাংবাদিক তথা রাজাপক্ষের দল শ্রীলঙ্কা পড়ুজনা পেরমুনা (এসএলপিপি)-র পার্লামেন্ট সদস্য ডলাস অলহাপেরুমনা এবং সিংহলী জাতীয়তাবাদী বামপন্থী দল জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি)-র নেতা আনুরা কুমারা দিশানায়েকেকে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে নির্বাচনে কনজারভেটিভ পার্টির মধ্যে চতুর্থ ও পঞ্চম দফার নির্বাচনেও সবার আগে রয়েছেন ঋষি সুনক । পঞ্চম দফার পর ছিটকে গেলেন পেনি মডান্ট । চূড়ান্ত পর্যায়ে ঋষির সঙ্গে লড়াই হবে লিজ ট্রাসের ।
রাষ্ট্রসঙ্ঘের ইউনাইটেড নেশনস অ্যাসিস্ট্যান্স মিশন ইন আফগানিস্তান-এর তরফে প্রকাশিত রিপোর্ট জানানো হল , আফগানিস্তানে গত ১০ মাসের তালিবান জমানায় সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি হামলা চলেছে । এই হামলা চালিয়েছে পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আইএস-এর আফগান শাখা ‘ইসলামিক স্টেট খোরাসান’ (আইএসকে)। সামগ্রিক ভাবে সন্ত্রাসের শিকার হয়েছেন ২০১৬ জন। এঁর মধ্যে ৭০০ জনেরও বেশি নিহত।
জাতীয়
ঝাড়খণ্ডে দুষ্কৃতীরা গাড়ি চাপা দিয়ে হত্যা করল একজন পুলিশ অফিসারকে । টুপুদানা এলাকায় এই ঘটনা ঘটেছে । ওই পুলিশ সাব ইন্সপেক্টরের নাম সন্ধ্যা টোপানো ।
সুপ্রিম কোর্ট থেকে সব মামলাতেই জামিন পেলেন মহম্মদ জুবেইর । অল্ট নিউজের প্রতিষ্ঠাতা এই সাংবাদিককে একটি টুইটার পোস্টে হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ।
পঞ্জাব পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারাল দুই দুষ্কৃতী । অমৃতসরের আটারিতে চিচা ভাকনা গ্রামে আত্মগোপন করে ছিল পঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালার খুনে অভিযুক্ত দুই গ্যাংস্টার রূপা এবং মুন্না কুসা । পুলিশ তাদের ঘিরে ফেলে । এরপরই শুরু হয় গুলির লড়াই ।
খেলা
এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নয় বলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দিল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড । ৬টি দেশকে নিয়ে টি টোয়েন্টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায় ।
গল -এ পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দিল ।
বিবিধ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য স্যমন্তক দাস (৫৭) আত্মঘাতী হয়েছেন । তিনি যাদবপুর থেকেই ইংরেজি সাহিত্য বিভাগে লেখাপড়া করেছিলেন । যাদবপুরের তুলনামূলক ভাষা সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন তিনি ।