কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ জুলাই ২০২২

451
0
daily current affairs

আন্তর্জাতিক
  • কঙ্গোর বুটেঙ্গোতে নিহত হলেন দুই ভারতীয় জওয়ান । রাষ্ট্রসঙ্ঘের শান্তি রক্ষা বাহিনীর হয়ে বিএসএফ – এর একটি দল নিযুক্ত আছে । সেখানে প্রায় ৫০০ জনের দুষ্কৃতীদল সসস্ত্র হামলা চালায় ।
  • ভূমিকম্প অনুভূত হল ফিলিপিন্সে । রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৭.২। অন্তত দুজনের প্রাণহানির খবর জানা গেছে ।
  • রুপার্ট মার্ডকের টেলিভিশন চ্যানেল ‘টক টিভি’-তে ব্রিটেনের দুই প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক ও লিজ ট্রাসের মধ্যে বিতর্ক চলার সময়েই জ্ঞান হারালেন অনুষ্ঠানের সঞ্চালিকা কেট ম্যাককান । কেট ওই চ্যানেলের রাজনৈতিক সম্পাদিকা ।
জাতীয়
  • ইউক্রেন থেকে ফিরে আসা চিকিৎসাবিদ্যার পড়ুয়াদের ভারতের কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সংস্থান নেই । গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর প্রায় ২০০০০ ভারতীয় ছাত্রছাত্রী দেশে ফিরে এসেছেন । কিন্তু বর্তমান আইনে বিদেশে পাঠ অসম্পূর্ণ রেখে চলে আসা পড়ুয়ারা ভারতের কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না । এদিন রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একথা জানালো ।
  • ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ৭২২৩১১ জন কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়েছেন বলে লোকসভায় এক প্রশ্নের উত্তরে জানালেন কর্মীবর্গ দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং । চাকরির জন্য আবেদন জানিয়েছিলেন ২২.০৫ কোটি জন ।
খেলা 
  • পোর্ট অব স্পেনে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ তথা তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১১৯ রানে জয়ী হল । বৃষ্টি বিঘ্নিত ম্যাচের নিষ্পত্তি হল ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে । শিখর ধাওয়ানের নেতৃত্বে ভারত ৩-০ ব্যবধানে সিরিজ জিতল । এই প্রথম কোনও ভারতীয় অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে সমর্থ হলেন ।
  • বার্মিংহাম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী কুচকাওয়াজে ভারতের পতাকা বহন করবেন পি ভি সিন্ধু । নীরজ চোপড়া চোট পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার এই দায়িত্ব পেলেন সিন্ধু ।
বিবিধ 
  • অবসর কাটাতে চার আসনের একটা বিমান বানিয়ে ফেললেন অশোক আলিশারি থামারক্ষণ । কেরলের এই যুবক লন্ডন প্রবাসী । বি টেক পড়তে ২০০৬ সালে লন্ডন গিয়েছিলেন , সেখানেই থেকে গেছেন । লক ডাউনের সময় ১ কোটি ৪লক্ষ টাকা খরচ করে বিমানটি বানিয়েছেন তিনি । বিমান চালকের লাইসেন্স আগেই পেয়েছিলেন । এখন ওই বিমানেই ইউরোপ ঘুরে চলেছেন ।
  • ১৭০ ক্যারাটের হিরে পাওয়া গেল আ্যঙ্গোলার লুলো খনিতে । গত ৩০০ বছরে বিশ্বের কোথাও এত বড় গোলাপি হিরে পাওয়া যায়নি । এর নাম রাখা হয়েছে ‘লুলো রোজ’ ।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ জুলাই ২০২২