কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ আগস্ট ২০২২

533
0
BSF Recruitment 2024

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুটি ছোট বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল । ওয়াটসনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরে দু’টি ছোট বিমানই অবতরণের চেষ্টা করেছিল। এই  বিমানবন্দরে কোনও কন্ট্রোল টাওয়ার নেই । তিন জন ছিলেন ওই দুই বিমানে ।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মহাত্মা গান্ধির একটি মূর্তি ভাঙা হল । দুষ্কৃতীরা ঘৃণামূলক বক্তব্য লিখে রেখে গেছে সেখানে । এই নিয়ে এক পক্ষকালের মধ্যে দুবার অনুরূপ ঘটনা ঘটল সেখানে । গত ফেব্রুয়ারিতে ম্যানহাটনেও গান্ধি মূর্তি ভাঙা হয়েছিল ।
  • পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে চিনের থেকে বিপুল অর্থ ঋণ নিল সলোমন আইল্যান্ড । প্রশান্ত মহাসাগরের এই ছোট্ট দ্বীপটি তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সম্প্রতি বেরিয়ে এসেছে ।
জাতীয় 
  • ভারত বাংলাদেশ সীমান্তে প্ৰহরারত একজন বিএসএফ জওয়ানের মৃত্যু হল গুলির আঘাতে । জওয়ানের নাম গিরিশ কুমার যাদব । বাংলাদেশ থেকে জঙ্গিরা গুলি ছুঁড়েছিল তাঁর দিকে । উত্তর ত্রিপুরার এনএলএফটি জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে অনুমান করা হচ্ছে ।
  • সিবিআই তল্লাশি চালালো দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার বাড়িতে।এক্সাইজ সংক্রান্ত বেনিয়মের মামলায় তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে জানানো হয়েছে । এদিন দেশের ৭ টি রাজ্যের ২১টি স্থানে তল্লাশি চালানো হয় । সিবিআই-এর এফআইআর – এ দাবি করা হয়েছে, এক মদ ব্যবসায়ীর থেকে কোটি টাকা নিয়েছিলেন মনীষ সিসোদিয়া ।
খেলা 
  • বাংলাদেশের নতুন ক্রিকেট কোচ হচ্ছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শ্রীধরন শ্রীরাম।এশিয়া কাপ থেকে তিনি দায়িত্ব নেবেন । ভারতের হয়ে আটটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিলেন তিনি ।
  • লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে হেরে গেল ইংল্যান্ড । ইনিংস ও ১২ রানে হেরে গেল তারা । ব্রেন্ডন ম্যাকালামের প্রশিক্ষণে প্রথম ম্যাচেই হার মানল তারা ।
বিবিধ 
  • আলজেরিয়ায় দাবানলে এবছর ৩৭ জনের প্রাণহানি হয়েছে । স্পেনে গত এক দশকে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে । ১৯ হাজার হেক্টর এলাকার অরণ্য ছাই হয়ে গেছে এই দাবানলে । দাবানলে একটি যাত্রীবোঝাই ট্রেনও ক্ষতিগ্রস্ত হয়েছে ।