কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ আগস্ট ২০২২

558
0
daily current affairs
Courtesy: News 18

আন্তর্জাতিক
  • আরও একজন সাংবাদিকের রহস্যজনকভাবে মৃত্যু হল মেক্সিকোয়। তাঁর নাম ক্যান্ডিডা ক্রিস্টাল ভাজকুয়েজ। এই বছরে এই নিয়ে ১৯ জন সাংবাদিক নিহত হলেন মেক্সিকোয়।
  • সাম্প্রতিক বন্যাকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করল পাকিস্তান সরকার। সেখানে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে হল ১০৩৩।
  • ইউক্রেন থেকে রাশিয়ায় চলে গেলে ১০০০০ রুবল দেওয়া হবে বলে জানিয়েছে রুশ সরকার। একইসঙ্গে তাদের হুঁশিয়ারি, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালু থাকবে।
জাতীয় 
  • কলকাতা হাইকোর্টে নতুন ৯ জন বিচারপতি নিয়োগ করল কেন্দ্রীয় আইন মন্ত্রক। প্রসঙ্গত , কলকাতা হাই কোর্টে বিচারপতি থাকার কথা ৭২ জন।নতুন ৯ জন বিচারপতিকে নিয়োগের পর সেই সংখ্যা দাঁড়াল ৬৩।
  • নয়ডার সুউচ্চ বহুতল ভেঙে ফেলা হল। এই টুইন টাওয়ার গঠিত হয়েছিল দুটি অট্টালিকা নিয়ে। দু’টি অট্টালিকার একটির নাম অ্যাপেক্স। যার উচ্চতা ১০৩ মিটার।এটা ছিল ৩২ তলা। অন্যটির নাম সিয়েন। উচ্চতা ৯৭ মিটার যা ছিল ২৯ তলা। নয়ডার ৯৩-এ সেক্টরের এই দুটি অট্টালিকার প্রতি বর্গফুট ভাঙতে খরচ পড়ছে ২৬৭ টাকা। সব মিলিয়ে খরচ হয়েছে ২০ কোটি টাকা। মোট নির্মাণ এলাকা সাড়ে সাত লক্ষ বর্গ ফুট। প্রতি বর্গফুট তৈরিতে খরচ হয়েছিল ৯৩৩ টাকা। যতটা নির্মাণ হয়েছে, তার খরচ পড়েছে ৭০ কোটি টাকা ।  এই অট্টালিকা দু’টি ভাঙতে ‘ওয়াটারফল ইমপ্লোসন’ পদ্ধতি প্রয়োগ করা হল যাতে বিস্ফোরণের পর ধ্বংসাবশেষ বাইরের দিকে ছিটকে না বেরিয়ে চৌহদ্দির মধ্যেই পড়ে। যমজ অট্টালিকা ভাঙার পর ধ্বংসাবশেষের পরিমাণ হয়েছে ৮০ হাজার টন। টুইন টাওয়ার ভাঙতে ৩৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে । মাত্র ন’সেকেন্ডে মাটিতে মিশে গেল টুইন টাওয়ার । সুপারটেক সংস্থার এই টুইন টাওয়ার তৈরিতে অনিয়মের অভিযোগ তুলে মামলা চলেছে ৯ বছর ধরে । এমারল্ড কোর্ট ওনার্স রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই বেনিয়মের বিরুদ্ধে এলাহাবাদ হাই কোর্টে মামলা করেছিল ।  ২০১৪ সালে হাই কোর্ট জানায়, এই নির্মাণ অবৈধ। তা ভেঙে ফেলতে হবে। শুধু তাই নয়, এই দুই অট্টালিকায় যাঁরা ফ্ল্যাট কিনেছিলেন, তাঁদের ১৪ শতাংশ সুদসমেত টাকা ফেরত দিতে হবে। এর পরই মামলাটি পৌঁছয় সুপ্রিম কোর্টে। ২০২১ সালে সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাই কোর্টের রায়কে বহাল রাখে। ২০২২-এর ১২ অগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ২৮ আগস্ট টুইন টাওয়ার ভেঙে ফেলতে হবে।এদিন ব্লাস্টার -এর ভূমিকা পালন করেছেন চেতন দত্ত ।
 খেলা 
  • এশিয়া কাপে ভারত ৫ উইকেটে হারিয়ে দিল পাকিস্তানকে। প্রথমে ব্যাট করে ১৪৮ রান করেছিল ভারত। ভুবনেশ্বর কুমার ৪ উইকেট নিয়েছেন। ওভার বাউন্ডারি মেরে দলকে জেতালেন হার্দিক পান্ডিয়া । এদিন শততম টি টোয়েন্টি ম্যাচ খেললেন বিরাট কোহলি। তাঁর সংগ্রহ ৩৫ রান । প্রথম ভারতীয় ও বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিনি তিন ধরনের ফরম্যাটেই একশটি করে ম্যাচ খেলার রেকর্ড গড়লেন।
  • বিশ্বে পেশ বোলারদের মধ্যে সবথেকে বেশি উইকেট শিকারের রেকর্ড গড়লেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। ম্যাঞ্চেস্টার টেস্টে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে কাগিসো রাবাডাকে আউট করে এই রেকর্ড গড়লেন তিনি । আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট উইকেট সংখ্যা বেড়ে হয়েছে ৯৫১টি।
  • ডুরান্ড কাপের লিগ পর্যায়ের ম্যাচে মোহনবাগান ১-০ গোলে হারিয়ে দিল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে। এই নিয়ে পরপর৬টি ডার্বি জিতল মোহনবাগান। সুমিত পাসির আত্মঘাতী গোলেই ইস্টবেঙ্গল পরাস্ত হল।
বিবিধ 
  • একটি ফোর্ড এসকর্ট গাড়ি। দাম হাজার ছয়েক পাউন্ড। ১৯৮৫-৮৬ সালে এটি চড়তেন ব্রিটিশ যুবরানি ডায়ানা। নিলামে সেই গাড়িটি বিক্রি হল ৭ লক্ষ ৩৭ হাজার পাউন্ডে।

কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ আগস্ট ২০২২