কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ আগস্ট ২০২২

331
0
daily current affairs
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক
  • পরমাণু নিরস্ত্রিকরণ চুক্তি স্বাক্ষরিত হল না ২০২২ সালেও। টানা চার সপ্তাহ ধরে নিউইয়র্কে সম্মেলন শেষে এই বিষয়ে দেশগুলোকে একমত করতে ব্যর্থ হল রাষ্ট্রসঙ্ঘ। ২০১৫ সালেও পরমাণু নিরস্ত্রিকরণ চুক্তি  স্বাক্ষরে সফল হয়নি রাষ্ট্রসঙ্ঘ।  পরমাণু অস্ত্রের প্রসার রুখতে ১৯১জন স্বাক্ষর করেছিলেন। প্রতি ৫ বছর অন্তর তা খতিয়ে দেখা হয় । এবার রাশিয়ার আপত্তি তে তা আটকে গেছে বলে অভিযোগ।
জাতীয় 
  • দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি উদয় উমেশ ললিত। দেশের ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন তিনি। তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি ৭৪ দিনের জন্য এই পদে থাকবেন।
  • দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাকসেনা ৪৭টি ফাইল ফিরিয়ে দিলেন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্বাক্ষর না থাকায় ফাইলগুলো ফেরত পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।
  • অভিনেত্রী সোনালি ফোগট এর মৃত্যুর ঘটনায় খুনের মামলা দায়ের করল গোয়া পুলিশ । খুনের ঘটনার সূত্রে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে । এই মামলায় মাদক ব্যবহারের বিষয়েও তদন্ত শুরু হয়েছে।
খেলা 
  • ম্যাঞ্চেস্টার টেস্টে জয়লাভ করল ইংল্যান্ড। তারা ইনিংস ও ৮৫ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল। লর্ডস টেস্টে তারা ইনিংসে হেরেছিল দক্ষিণ আফ্রিকার কাছে।
  • এশিয়া কাপের প্রথম ম্যাচেই অঘটন। শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে দিল আফগানিস্তান।
বিবিধ
  • আহমেদাবাদে সবরমতি নদীর ওপর একটি সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে এর নামকরণ করা হয়েছে অটল সেতু। ৩০০ মিটার দীর্ঘ , ১৪ মিটার চওড়া সেতুটি গড়তে ব্যবহৃত হয়েছে ২৬০০ মেট্রিক টন ইস্পাত। গুজরাটের ঘুড়ি উৎসবের ছোঁয়া রয়েছে অটল সেতুর নকশায়।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ আগস্ট ২০২২