আন্তর্জাতিক
- ইউক্রেনের শহর জাপোরিজিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হলেন ১৭ জন অসামরিক ব্যক্তি। সাতটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল শহরে। বেশ কিছু আবাসন ধুলোয় মিশে গেছে বিস্ফোরণে। জাপোরিজিয়া অঞ্চলটি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেলেও মূল শহরটি এখনও ইউক্রেনের হাতে। গত মাসে গণভোট করে আনুষ্ঠানিক ভাবে জাপোরিজিয়া অঞ্চলকে তাদের অংশ বলে ঘোষণা করেছে রাশিয়া। যদিও রাষ্ট্রপুঞ্জ ও অন্যান্য দেশ রাশিয়ার দাবিকে স্বীকৃতি দেয়নি। এদিকে পুরো অঞ্চল দখল করতে গত কয়েক সপ্তাহ ধরে জাপোরিজিয়া শহরে টানা হামলা চালাচ্ছে রাশিয়া। জাপোরিজিয়া পরমাণু কেন্দ্র নিয়েও চিন্তার মেঘ ঘনিয়েছে।
- উত্তেজনা বাড়িয়ে নতুন করে আরও দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া। জাপানের প্রতিরক্ষামন্ত্রকের দাবি, দু’টিই স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্র। দু’টি ক্ষেপণাস্ত্রই জাপানের বিশেষ অর্থনৈতিক এলাকার বাইরে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, চলতি বছর এই নিয়ে ২৫টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া।
জাতীয়
- দেশের প্রথম গ্রাম হিসেবে সম্পূর্ণ সৌর বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করল মোঢেরা। গুজরাটের মোঢেরা গ্রামে চালুক্য আমলের একটি ঐতিহ্যবাহী সূর্যমন্দির এবং গ্রামের প্রতিটি বাড়ি, সরকারি-বেসরকারি দপ্তরের বিদ্যুতের চাহিদা মেটানো হবে সৌরশক্তির সাহায্যে। এদিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
খেলা
- নিজের কেরিয়ারে ৯০ তম এ টি পি খেতাব জিতলেন নোভাক জোকোভিচ। আস্তানা ওপেনের ফাইনালে তিনি গ্রিসের স্টেফানোস চিচিপাসকে হারালেন ৬-৩, ৬-৪ ফলে। নোভাক জোকোভিচ এই নিয়ে টানা ন’টি ম্যাচ জিতলেন। ৩৫ বছর বয়সি জোকোভিচের টুর পর্যায়ে এটি ৯০তম খেতাব।
- রাঁচিতে সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারত ৭ উইকেটে পরাস্ত করল দক্ষিণ আফ্রিকাকে। শতরান করলেন শ্রেয়স আয়ার। সিরিজে সমতা ফেরাল ভারত।
- ক্লাব ফুটবলে ৭০০ গোল পূর্ণ হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এদিন এভার্টনকে ২-১ গোলে হারাল তাঁর দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৪৪ মিনিটে গোল করেন রোনাল্ডো।
- ৩০ বছর বয়সে প্রাণ হারালেন স্কটল্যান্ডের ফুটবলার গেভিন স্টোকস। খেলা শুরুর মাত্র ২.১ সেকেন্ডের মাথায় গোল করে বিশ্বরেকর্ড করেছিলেন তিনি। স্কটল্যান্ডে এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি ।
বিবিধ
- অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাবলো পিকাসোর আঁকা আসল ছবির ওপর আঠা দিয়ে হাত আটকে দাঁড়িয়ে পড়লেন দুজন মহিলা পরিবেশ কর্মী। বিশ্ব উষ্ণায়ন নিয়ে সতর্কতা প্রচারের লক্ষ্য নিয়ে এই কান্ড ঘটালেন তাঁরা। তাঁরা এক্সটিনসন রেবেলিয়ন সংগঠনের সদস্য। তবে কাচের আস্তরণ থাকায় ছবিটির ক্ষতি হয়নি।