কারেন্ট অ্যাফেয়ার্স ৮ অক্টোবর ২০২২

270
0
daily current affairs
Courtesy: Amar Ujala

আন্তর্জাতিক
  • রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী সেতু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হল। দক্ষিণ ইউক্রেনে চলতি লড়াইয়ে জিনিসপত্র সরবরাহের জন্য এই সেতু (কের্‌চ ব্রিজ ) রাশিয়ার প্রধান ভরসা। এদিন সকালে তীব্র বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সেতু। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যে এত গুরুত্বপূর্ণ সেতুতে কীভাবে বিস্ফোরণ হল, তা নিয়েই প্রশ্ন ।  রুশ সংবাদমাধ্যম সূত্রে দাবি, সেতুর উপর একটি জ্বালানি তেলবাহী ট্রেনে আগুন লেগে যাওয়াতেই বিস্ফোরণ ঘটেছে।ইউক্রেনের হাত থেকে ক্রিমিয়া ছিনিয়ে নেওয়ার পর ২০১৪ সালে এই সেতু তৈরির কাজ শুরু করে রাশিয়া। এই সেতু তৈরিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে বলে অভিযোগও উঠেছিল। কের্‌চ সেতুর দু’টি অংশ রয়েছে। একটিতে রয়েছে রেললাইন এবং অপরটি দিয়ে যান চলাচল করে। ২০১৮ সালে সেতুটির যান চলাচল অংশের উদ্বোধন করেছিলেন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
  • ইরানে হিজাব বিরোধী বিক্ষোভ অব্যাহত। সেখানে মাশা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনার মধ্যেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ১৬ বছরের কিশোরী বিক্ষোভকারী নিকা শাহকরামির মৃত্যতে। নিকার মায়ের অভিযোগ, মাশার মৃত্যুর চারদিন পর থেকে মেয়ে নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ, শেষ ফোন কলে নিকা  জানিয়েছিল, তাকে নিরাপত্তাকর্মীরা তাড়া করেছে। নিকার মা নাসরিনের অভিযোগ, পুলিস বলেছে মেয়ে আত্মঘাতী হয়েছে এটা তাদের বলতেই হবে।
জাতীয়
  • তেলঙ্গানা পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন মাওবাদী শীর্ষনেত্রী আলুরি উষা রানি ওরফে ভানু দিদি। তিনি বিজয়ক্কা এবং পোচাক্কা নামেও পরিচিত। ৫৩ বছরের এই প্রাক্তন মাওবাদী নেত্রী শনিবার তেলঙ্গানার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।তেলঙ্গানার গুন্টুর জেলার তেনালি অঞ্চলের বাসিন্দা উষা রানি মাওবাদীদের দণ্ডকারণ্য অঞ্চলে সক্রিয় ছিলেন।
  • গুজরাট উপকূল থেকে উদ্ধার হল বিপুল পরিমান মাদক । আরব সাগরে অভিযান চালিয়ে ‘আল সাকার’ নামে একটি পাকিস্তানি নৌকা ধরে ফেলেন উপকূল রক্ষী বাহিনী ও এটিএসের আধিকারিকরা। বোট থেকে উদ্ধার হয় ৫০ কেজি হেরোইন। বোটে থাকা ছ’জন আরোহীকে গ্রেপ্তার করে জাখাউ বন্দরে নিয়ে আসা হয়।অন্যদিকে দুদিন আগেই নবি মুম্বাইয়ের নাবা শেবা বন্দরে ৫০ কিলোগ্রাম উচ্চমানের ‘কোকেন’ বাজেয়াপ্ত করা হয়েছে । বাজেয়াপ্ত এই মাদকের বাজার মূল্য ৫০২ কোটি টাকা।
খেলা
  • মহিলাদের এশিয়া কাপে বাংলাদেশকে ৫৯ রানে পরাস্ত করল ভারত। টস জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান তোলেন স্মৃতি মান্ধানারা। জবাবে বাংলাদেশের ইনিংস আটকে যায় ৭ উইকেটে ১০০ রানে।  গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই সেমি-ফাইনাল  নিশ্চিত করল ভারতের মেয়েরা।
  • আই এস এলে বেঙ্গালুরু এফ সি পরাস্ত করল নর্থ ইস্ট ইউনাইটেডকে।
 বিবিধ
  • ৯০ তম প্রতিষ্ঠা দিবস পালন করল ভারতীয় বায়ুসেনা। এদিন বায়ুসেনার নতুন ডিজিটাল কমব্যাট ইউনিফর্ম এর উদ্বোধন করলেন এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ৭ অক্টোবর ২০২২