এয়ারপোর্টস অথরিটিতে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

1835
0
31st July Current Affairs

এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়াতে জুনিয়র এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৪৭ জন নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ER/01/2022.

কেবলমাত্র ওয়েস্টবেঙ্গল, বিহার, ওরিশা, ছত্রিশগড়, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিন্যাস: সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রনিক্স): ৯ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি এনসিএল ১, প্রাক্তন সেনাকর্মী ১)।

সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস): ৬ (অসংরক্ষিত ৪, ওবিসি এনসিএল ১, প্রাক্তন সেনাকর্মী ১)।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস): ৩২ (অসংরক্ষিত ১৬, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৩, ওবিসি এনসিএল ৩, ইডব্লুএস ৩, প্রাক্তন সেনাকর্মী ৪)।

যোগ্যতা: সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রনিক্স): ইলেক্ট্রনিক্স/ টেলিকমিউনিকেশন/ রেডিও ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। সংশ্লিষ্ট ডিসিপ্লিনে দু বছরের অভিজ্ঞতা।

সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস): স্নাতক, বিকম হলে অগ্রাধিকার। সঙ্গে ৩ থেকে ৬ মাসের কম্পিউটার ট্রেনিং কোর্স। সংশ্লিষ্ট ডিসিপ্লিনে অন্তত দু বছরের অভিজ্ঞতা।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস): দশম শ্রেণি পাশ সঙ্গে মেকানিক্যাল/ অটোমোবাইল/ ফায়ারে তিন বছরের নিয়মিত ডিপ্লোমা ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে অথবা ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে থাকতে হবে।

বয়সসীমা: ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, নথিপত্র যাচাই, ড্রাইভিং টেস্ট এবং মেডিক্যাল ফিটনেস/ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (জুনিয়র অ্যাসিস্ট্যান্ট-ফায়ার সার্ভিস), ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১০০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী এবং মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.aai.aero ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১২ অক্টোবর থেকে ১০ নভেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।