‘পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান বিশ্বের বিপজ্জনক দেশগুলোর মধ্যে অন্যতম।’ এই মন্তব্য করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। প্রসঙ্গত,পরের সপ্তাহেই প্যারিসে এফএটিএফ-এর বৈঠক হতে চলেছে। সেখানে পাকিস্তানের ধূসর তালিকায় থাকা নিয়ে আলোচনা হবে।
১৯৭১ সালের মার্চ মাসে পূর্ব পাকিস্তানে মুক্তিযোদ্ধাদের দমন করতে ‘অপারেশন সার্চলাইট’ এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল পাক সেনারা। নিহত ও অত্যাচারিতদের ৮০% ছিলেন হিন্দু। এই ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভায় প্রস্তাব আনলেন দুই সাংসদ। তাঁরা হলেন ডেমোক্রেটিক সদস্য রো খান্না ও রিপাবলিকান সদস্য স্টিভ সাবো।
জাতীয়
কাশ্মীরে ফের পন্ডিত সম্প্রদায়ের মানুষকে হত্যা করল জঙ্গিরা। সোপিয়ান জেলায় পূরণ কৃষ্ণ ভট্ট নামের ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জি এন সাইবাবাকে মুক্তির যে নির্দেশ বম্বে হাইকোর্ট দিয়েছিল তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। নিম্ন আদালতে যে সকল সাক্ষ্যপ্রমাণ ছিল বম্বে আদালত তা গ্রাহ্য করেনি বলে মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত।
খেলা
মহিলাদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারত। বাংলাদেশের সিলেটে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে ভারত ৮ উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কাকে। আটবারের মধ্যে ভারতের মেয়েরা সপ্তমবার এই ট্রফি জিতল। ম্যাচের সেরা হলেন ভারতের রেণুকা সিং।
এশিয়ান ইউথ র্যাপিড দাবা অনূর্ধ্ব ১২ বছর বালিকাদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন সপর্যা ঘোষ । তিনি আখেলিন চেস ক্লাবের শিক্ষার্থী।
বিবিধ
আন্তর্জাতিক ক্ষুধা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-এ ভারত পেল ১০৭ তম স্থান। ভারত ১২১টি দেশের মধ্যে ওই ক্রম পেল। গত বছর ভারতের ছিল ১০১ তম স্থান। ভারত এই তালিকা অনুযায়ী রয়েছে সুদান, কঙ্গো , নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানেরও পর। তবে পদ্ধতিগত ত্রুটির কথা বলে এই রিপোর্ট খারিজ করল কেন্দ্রীয় সরকার।