কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ অক্টোবর ২০২২

341
0
Current affairs 22nd February
Courtesy: NDTV.com

আন্তর্জাতিক
  • ব্রিটেনের অর্থমন্ত্রী হিসেবে ওয়াসিংটনে আইএমএফ-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছিলেন কোয়াসি কেয়ারটেং। সেই বৈঠক থেকে মাঝপথে বেরিয়ে লন্ডনে ফিরতে বলা হয় তাঁকে। ফেরার পর ব্রিটেনের অর্থমন্ত্রী পদ থেকে বরখাস্ত করা হল কেয়ারটেংকে। মাত্র ৩৭ দিন তিনি ওই পদে ছিলেন। মূলত কর্পোরেট কর কমিয়ে ব্রিটেনের অর্থনীতিতে সঙ্কট নিয়ে আসার অভিযোগ তুলে তাঁকে সরিয়ে দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। গত সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বাজেট পেশ করেছিলেন কোয়াসি কেয়ারটেং। তার পরেই সঙ্কটে পড়ে ব্রিটেনের অর্থনীতি। যদিও ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ঘোষিত নীতিরই প্রয়োগ করেছিলেন তিনি ।এর আগে এত কম দিনের মধ্যে সরিয়ে দেওয়া হয়নি ব্রিটেনের কোনও অর্থমন্ত্রীকে।  সেদেশের নতুন অর্থমন্ত্রী হলেন জেরেমি হান্ট।
  • এদিন ছিল ইউক্রেনের প্রতিরক্ষা দিবস। এদিন লাগাতার আক্রমণ চালিয়ে গেল ইউক্রেনের সেনা। রাশিয়ার দাবি, বেলগরোডে হামলায় অনেকেই নিহত হয়েছেন। রুশ অধিকৃত ক্রিমিয়ার একটা সেতুও উড়িয়ে দিয়েছে ইউক্রেন।
  • লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে ভ্যান গখের আঁকা একটি দুর্মূল্য ছবির গায়ে টম্যাটো স্যুপ ঢেলে দিলেন দুজন পরিবেশ কর্মী। তাঁরা ‘জাস্ট স্টপ অয়েল’ নামক সংস্থার সদস্য। ভ্যান গখের আঁকা ‘সানফ্লাওয়ার্স’ নামের ওই ছবিটির আনুমানিক দাম সাড়ে আট কোটি ডলার। তবে কাচের আস্তরণ থাকায় ছবিটির ক্ষতি হয়নি। পুলিশ গ্রেপ্তার করেছে ওই দুই পরিবেশ কর্মীকে।
জাতীয়
  • আইএনএস অরিহন্ত থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ- এর পরীক্ষা সফল হল। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম পরমাণু শক্তি চালিত ডুবোজাহাজ হল আইএনএস অরিহন্ত। সেখান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতীয় প্রযুক্তির বড় সাফল্য হিসেবে পরিগণিত হচ্ছে।
  • বারাণসী জেলা আদালতে খারিজ হয়ে গেল উত্তরপ্রদেশের জ্ঞানবাপী মসজিদের ভিতরে পাওয়া শিবলিঙ্গের বয়স নির্ধারণে কার্বন ডেটিং পদ্ধতি প্রয়োগের আবেদন।
  • সিডনিতে এক ভারতীয় ছাত্রকে ছুরিকাঘাতে রক্তাক্ত করল একজন আততায়ী। মাদ্রাজ আইআইটি -এর প্রাক্তন ছাত্র শুভম গর্গয়ের থেকে টাকা ছিনতাই করতে ব্যর্থ হয়ে ১১ বার ছুরি দিয়ে হামলা চালানো হয়।
খেলা 
  • মেয়েদের অনূর্ধ্ব ১৭ বছর ফুটবল বিশ্বকাপে ভারত মরক্কোর কাছে ০-৩ গোলে হার মানল । পরপর দুই ম্যাচে ১১ গোল হজম করল ভারত ।
  • সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি প্রতিযোগিতায় বাংলা ৮ উইকেটে হারিয়ে দিল ওড়িশাকে ।
 বিবিধ
  • গত সেপ্টেম্বর মাসে দেশে পাইকারি মূল্যবৃদ্ধি হল ১০.৭০%। এই হার গত দেড় বছরে সবথেকে কম। অবশ্য গত দেড় বছর ধরে পাইকারি মূল্যবৃদ্ধি ১০ % এর নিচে নামেনি।
  • প্যাকেটজাত পরোটায় জিএসটি বসবে ১৮%, রুটিতে ৫%। আমেদাবাদের একটি সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিল গুজরাটের অ্যপিলেট অথরিটি অব আডভান্স রুলিং।