কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ নভেম্বর ২০২২

470
0
Current Affairs 23rd January

আন্তর্জাতিক 
  • পাকিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন পাক গুপ্তচর সংস্থার প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির। জেনারেল কমর জাভেদ বাজওয়া এই মাসেই অবসর নিলে মুনির দায়িত্ব গ্রহণ করবেন। আসিম মুনির আইএসআই-এর ডিজি থাকার সময়েই ভারতে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার ঘটনা ঘটেছে।
  • মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেখানকার বিরোধী দল নেতা আনোয়ার ইব্রাহিমকে বেছে নিলেন মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লা সুলতান আহমেদ শাহ। সাম্প্রতিক সাধারণ নির্বাচনে সেদেশে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ৭৫ বছরের আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন।
  • কানাডায় কুপিয়ে হত্যা করা হল এক ভারতীয় কিশোরকে। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে সারের তামানাওয়িস সেকেন্ডারি স্কুলের পার্কিংয়ের জায়গায় কুপিয়ে খুন করা হয় তাকে। ১৮ বছরের ছেলেটির নাম মেহকপ্রীত শেঠি। এই ঘটনায় অভিযুক্ত ১৭ বছরের এক কিশোর। পুলিশ দাবি করেছে, বচসার জেরেই খুন।

 

 জাতীয় 
  • আচমকাই বিতর্কে জড়িয়ে পড়ল দিল্লির জামা মসজিদ। এদিন সেখানকার প্রবেশ পথে নোটিশ দিয়ে জানানো হয় যে, একা কোনও মহিলা মসজিদে প্রবেশ করতে পারবেন না। এরপরই তীব্র সমালোচনা শুরু হয়। উপাসনা স্থলে পুরুষ মহিলা ভেদাভেদ করা উচিত কিনা সে প্রশ্নও ওঠে । দিল্লির মহিলা কমিশনের অধ্যক্ষ স্বাতী মালিয়াল প্রতিবাদ জানান। এই বিখ্যাত মসজিদের ইমামের সঙ্গে কথা বলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। এরপর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় । মসজিদের পক্ষ থেকে বলা হয়েছে, মসজিদের ভিতরে মহিলাদের সঙ্গে আপত্তিকর আচরণ ঠেকাতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
  • উত্তরবঙ্গে পর্যটনের প্রসারে ‘নর্থ বেঙ্গল ট্যুরিজম প্রোমোশন টাস্ক ফোর্স’ গড়ল পশ্চিমবঙ্গ সরকার।
  • আহোম সেনাপতি লাচিত বারফুকনের ৪০০ তম জন্মজয়ন্তী উদযাপনের অনুষ্ঠান শুরু হল গুয়াহাটিতে। মোগল আক্রমণ ২২ বার রুখে দিয়েছিলেন তিনি । সরাইঘাটের যুদ্ধে তাঁর বীরত্ব আজও স্মরণীয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুষ্ঠানে অংশ নিয়ে জানিয়েছেন, ১০ টি ভাষায় লাচিত বারফুকনের জীবনের কথা অনুবাদ করা হবে।
খেলা 
  • কাতার বিশ্বকাপ ফুটবলের ম্যাচে সুইজারল্যান্ড ১-০ গোলে হারিয়ে দিল ক্যামেরুনকে। অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ের খেলা শেষ হল গোলশূন্য ভাবে। এদিন পর্তুগাল ৩-২ গোলে হারিয়ে দিল ঘানাকে। এদিন পেনাল্টিতে একটি গোল করার সঙ্গে সঙ্গে বিশ্বরেকর্ড করলেন পর্তুগালের ফুটবলার সি আর সেভেন। বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে পাঁচটি বিশ্বকাপে গোল করার নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যে পাঁচটি বিশ্বকাপে খেলেছেন, প্রতিটিতেই গোল করেছেন এই ফুটবলার। দু দিন আগেই চারটি বিশ্বকাপে গোল করার নজির গড়েছিলেন লিয়োনেল মেসি। তিনি পাঁচটি বিশ্বকাপে খেললেও গোল পেয়েছেন চারটিতে। সেই নজির ছাপিয়ে গেলেন রোনাল্ডো।এদিন ব্রাজিল ২-০ গোলে জয়ী হল সার্বিয়াকে হারিয়ে। জোড়া গোল করলেন রিচার্লিসন। এটাই তাঁর জীবনের প্রথম বিশ্বকাপ।
 বিবিধ 
  • অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর সিং তাঁদের সদ্যোজাত কন্যার নাম রাখলেন রাহা। সংস্কৃত ভাষায় রাহা শব্দের অর্থ হল বংশ বা ক্ল্যান। বাংলায় এর অর্থ স্বস্তি। আরবি ভাষায় রাহা নামের অর্থ শান্তি।
  • ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস কাউন্সিল-এর অধিবেশন থেকে সংগঠনের সভাপতি নির্বাচিত হলেন ভারতের কমিউনিস্ট পার্টির নেতা  পল্লব সেনগুপ্ত।
  • ব্রিটেনে বসবাসকারী এশীয়দের মধ্যে সবচেয়ে ধনী পরিবারের তালিকায় ১৭তম স্থান পেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা। তাঁদের সম্পত্তি ৩০০০ কোটি পাউন্ড । ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কন্যা অক্ষতা ।
  • নতুন উচ্চতায় পৌঁছল শেয়ার সূচক সেনসেক্স । এদিন তা ৬২৪১২ অঙ্ক স্পর্শ করেছে যা সর্বকালীন রেকর্ড ।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ নভেম্বর ২০২২