কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ নভেম্বর ২০২২

286
0
daily current affairs

আন্তর্জাতিক 
  • ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে প্রবল ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল ৩১০। প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ২৪ জন। ২১ নভেম্বর এই ভূমিকম্প অনুভূত হয় ।
  • নেপালের সাধারণ নির্বাচনে নেপালি কংগ্রেস একাই এখনও পর্যন্ত ঘোষিত আসনের মধ্যে ৪২টিতে জয়লাভ করেছে। তাদের জোটসঙ্গীরা জিতেছে ২৫টি আসনে। ১২৪টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। ফলে প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা নেতৃত্বাধীন জোট সরকার গঠন করতে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বলে মনে করা হচ্ছে।

 

জাতীয় 
  • বিনা অনুমতিতে অভিনেতা অমিতাভ বচ্চনের নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। স্বয়ং অভিনেতার আবেদনে সাড়া দিয়ে এই নির্দেশ দিল আদালত।
  • ভারত বায়োটেক সংস্থার নেজাল টিকা ‘ইনকোভ্যাক’-এর জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। এটাই দেশের প্রথম করোনা টিকা যা নাক দিয়ে নেওয়া যায়।
খেলা 
  • কাতার বিশ্বকাপ ফুটবলের ম্যাচে ইকুয়েডর বনাম নেদারল্যান্ডস ম্যাচ ১-১ গোলে ড্র হল। এদিন সেনেগালের কাছে ১-৩ গোলে হেরে গেল কাতার। ফলে এক ম্যাচ বাকি থাকলেও কার্যত প্রতিযোগিতা থেকে ছিটকে গেল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। প্রথম ম্যাচে তারা ইকুয়েডরের কাছে পরাস্ত হয়েছিল। ফলে তারা  পরের রাউন্ডে যাওয়ার সুযোগ হারাল। এই নিয়ে দ্বিতীয় বার বিশ্বকাপের আয়োজক দেশ গ্রুপ পর্ব পেরোতে পারল না। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকাও প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল। ইংল্যান্ড – মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ গোলশূন্যভাবে শেষ হল। অন্য ম্যাচে ইরান ২-০ গোলে হারিয়ে দিল ওয়েলসকে। এদিন অবশ্য ম্যাচ শুরুর আগে ইরানের ফুটবলারদের জাতীয় সঙ্গীতে গলা মেলাতে দেখা যায়। ইরান এদিন দুটি গোলই করেছে ইনজুরি টাইমে। ওয়েলসের গোলরক্ষক ওয়েন হেনসে লাল কার্ড দেখেন। কাতার বিশ্বকাপে তিনিই প্রথম লাল কার্ড দেখলেন। ফুটবল বিশ্বকাপে তিনি তৃতীয় গোলরক্ষক যিনি লাল কার্ড দেখলেন।
  • নিউজিল্যান্ডের মাটিতে একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে ভারত নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হল ৭ উইকেটে। এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন শিখর ধাওয়ান। নিউজিল্যান্ডের টম লাথাম অপরাজিত শতরান (১৪৫) করলেন।
  • কলকাতায় এশীয় রাগবি প্রতিযোগিতায় বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত।
বিবিধ 
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি লিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। এর আগে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় ও ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকে সাম্মানিক ডি লিট উপাধি পেয়েছেন।
  • পশ্চিমবঙ্গের হুগলি জেলার দুটি স্থানে পলি পার্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া প্লাস্টিক ফেডারেশন। এতে বিনিয়োগ করা হবে ৫ হাজার কোটি টাকা। কর্মসংস্থান হতে পারে ৮ হাজার জনের।