কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ ডিসেম্বর ২০২২

358
0
daily current affairs
Courtesy: Telegraph India

আন্তর্জাতিক
  • হিজাব নিয়ে আন্দোলনকারীদের কোনও ক্ষমা করা হবেনা বলে জানিয়ে দিল ইরান। এদিনই ইরানের বিখ্যাত ফুটবলার আলি দায়ির স্ত্রী কন্যাকে দুবাইগামী বিমান থেকে নামিয়ে নিল ইরানের প্রশাসন। তাঁদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। এদিন বিমানের মুখ ঘুরিয়ে তাঁদের ফেরত আনা হয় । এদিকে প্রবল দমন পীড়ন উপেক্ষা করে ১০০ দিন অতিক্রম করল এই আন্দোলন। এদিন কাজাখস্তানে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ইরানের একজন মহিলা প্রতিযোগী হিজাব ছাড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের প্রতিবাদ ব্যক্ত করেছেন।
  • করোনা ভাইরাস নিয়ে মাত্র একদিন আগেই চিন জানিয়েছিল, তারা করোনা সংক্রমণের দৈনিক তথ্য প্রকাশ করবে না। এদিন বিশ্বকে কিছুটা অবাক করে চিন প্রশাসন জানালো , বিদেশ থেকে আসা পর্যটকদের যে কোভিড পরীক্ষা এবং ৭ দিন নিভৃতে থাকার নিয়ম মানতে হত, তার আর প্রয়োজন নেই। চিনের নাগরিক দের জন্যও নিভৃতবাসের প্রথা তুলে দেওয়া হচ্ছে।
  • গভীর সমুদ্রে নৌকাডুবির ফলে অন্তত ১৮০ জনের মৃত্যুর আশঙ্কা করছে রাষ্ট্রসঙ্ঘ। নৌকায় চেপে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে রওনা দিয়েছিলেন অন্তত ১৮০ জন শরণার্থী। সেই নৌকায় ফাটল ধরা পড়েছে বলে জানা গিয়েছিল। তারপর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাষ্ট্রপুঞ্জের উদ্বাস্তু সংস্থার আশঙ্কা, সলিলসমাধি হয়েছে সেই নৌকার। শরণার্থীরা সকলেই হয়তো প্রাণ হারিয়েছেন।
  • হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে ইউক্রেনে অন্তত ৯০ লক্ষ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় থাকতে বাধ্য হচ্ছেন। এর কারণ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অধিকাংশ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুলি অচল হয়ে গেছে। এই অভিযোগ করলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি।
 জাতীয়
  • ওড়িশার রায়গড়ে মাত্র দুদিনের ব্যবধানে রাশিয়ার দুজন নাগরিকের মৃত্যু হল। তাঁদের মধ্যে একজন, পাভেল আন্তভ রাশিয়ার রাজনীতিতে ভ্লাদিমির পুতিনের কঠোর বিরোধী। নিজের ষাট তম জন্মদিন উৎযাপন করতে তিনি সবান্ধবে ওড়িশা ভ্রমণে এসেছিলেন বলে জানা গেছে। সেখানেই একটি হোটেলে গত ২৪ ডিসেম্বর পাভেল আন্তভ ও ২৬ ডিসেম্বর তাঁর সহযোগী ভ্লাদিমির বিদেনভোর প্রয়াত হন। পাভেল আন্তভ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান বলে পুলিশ জানিয়েছে। ভ্লাদিমির বিদেনভোর আত্মঘাতী হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশকে উদ্ধৃত করে ভারতের রুশ দূতাবাস জানিয়েছে, দুই রুশ নাগরিকের মৃত্যুর ঘটনায় কোনও রহস্য নেই।
 খেলা
  • মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে অসাধারণ একটি রেকর্ড গড়লেন ডেভিড ওয়ার্নার। তিনি দ্বি শতরান করলেন নিজের শততম টেস্টে। তিনি ১০০টি টেস্টে ৭৯২২ রান, ১৪১টি এক দিনের ম্যাচে ৬০০৭ রান এবং ৯৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ২৮৯৪ রান করেছেন। দেশের হয়ে মোট ৩৪০টি ম্যাচে ওয়ার্নারের মোট রান  ১৬,৮২৩। এদিন তিনি ২৫ তম টেস্ট শতরান করলেন। রিকি পন্টিংয়ের পর ওয়ার্নার দ্বিতীয় অস্ট্রেলীয় যিনি শততম টেস্টে শতরান করলেন। বিশ্বে শততম টেস্টে শতরান করার কীর্তি ওয়ার্নারের আগে গড়েছেন ন’জন।কিন্তু শততম টেস্টে দ্বি শতরান করার রেকর্ড ডেভিড ওয়ার্নার ছাড়া একমাত্র জো রুটের আছে। এছাড়াও ডেভিড ওয়ার্নার টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ওপেনিং করতে নেমে ৪৫ তম শতরান করে স্পর্শ করলেন শচীন  তেন্ডুলকরের রেকর্ড।
  • ভারতের টেস্ট দলের অধিনায়ক লোকেশ রাহুল আসন্ন শ্রীলঙ্কা সিরিজে টি টোয়েন্টি দলে জায়গা পেলেন না। টি টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত হলেন হার্দিক পান্ডিয়া।
  • দুদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রামিজ রাজাকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছে নাজম শেঠিকে। কিন্তু তিনি আদৌ ক্রিকেটের লোক নন। তাই নির্ধারিত সময়ের আগেই তাঁকে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা। তিনি বিষয়টিকে রাজনৈতিক নিয়োগ বলে ব্যঙ্গ করলেন।
বিবিধ
  • উত্তর ভারত যখন ঠান্ডায় কাবু তখন বিপরীত চিত্র কলকাতায়। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য, গত ৫০ বছরে এত উষ্ণ দিন দেখেনি কলকাতা।