কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জানুয়ারি ২০২৩

315
0
daily current affairs
Courtesy: NDTV.com

আন্তর্জাতিক
  • জনতার বিক্ষোভ দেখে চার মাস আগে পালাতে বাধ্য হয়েছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতবায়া রাজাপক্ষে। তাঁকে রাজনৈতিক আশ্রয় দেয়নি কোনও দেশ। ইতিমধ্যে তিনি কুর্সি হারিয়েছেন। এদিন দুবাই থেকে সস্ত্রীক তিনি শ্রীলঙ্কায় ফিরলেন। তবে তাঁর প্রত্যাবর্তন নিয়ে শ্রীলঙ্কা সরকার মুখে কুলুপ এঁটেছে।
  • ইউক্রেনের সঙ্গে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। কিন্তু নিজেদের সে ঘোষণা ভেঙে ইউক্রেনের পূর্ব দিকে  হামলা চালাল রুশ সেনাবাহিনী। অর্থোডক্স বড়দিন উপলক্ষে ৬ ও ৭ জানুয়ারি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ রাখার ঘোষণা করেছিলেন পুতিন। যদিও তাঁর কথায় ভরসা না করে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি যুদ্ধবিরতি সংক্রান্ত পুতিনের ঘোষণা নিয়েই সংশয় প্রকাশ করেছিলেন।  তাঁর মন্তব্য ছিল, ‘নতুন উদ্যমে যুদ্ধ চালিয়ে যেতে এই ছক’ কষেছে রাশিয়া।

 

জাতীয়
  • ২০২২ সালে দেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাণ হারিয়েছেন ২২২৭ জন। এই সময়ে ১৫টি সাইক্লোন আছড়ে পড়েছিল দেশের মাটিতে। গত ১২২ বছরের ইতিহাসে ২০২২ সাল ছিল পঞ্চম উষ্ণতম। ২০১৬ সাল ছিল উষ্ণতম বছর। কেন্দ্রীয় সরকার এই তথ্য প্রকাশ করেছে।
  • বিমানে এক বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাবের জন্য চাকরি থেকে বরখাস্ত করা হল অভিযুক্ত শঙ্কর মিশ্রকে।তিনি মুম্বইয়ে ওয়েলস ফার্গো সংস্থায় কর্মরত ছিলেন। এদিন ওয়েলস ফার্গোর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, বিমানের মধ্যে শঙ্করের বিরুদ্ধে যে অভব্য আচরণের অভিযোগ উঠেছে, তা ওই সংস্থা সমর্থন করে না। প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে ফিরছিলেন ৭০ বছর বয়সি এক বৃদ্ধা। বিমানের বিজনেস ক্লাসে  আচমকাই তাঁর গায়ে প্রস্রাব করে দেন শঙ্কর মিশ্র নামে ওই ব্যক্তি। ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল বলে জানা যায়। বৃদ্ধা চিঠি লিখলে গোটা ঘটনা প্রকাশ্যে আসে।
  • দেশের বিভিন্ন হাইকোর্টে সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতির দাবিতে একগুচ্ছ মামলা হয়েছে। সেগুলিকে একত্রিত করে শুনানি হবে বলে জানালো সুপ্রিম কোর্ট। সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতি নিয়ে কেন্দ্রীয় সরকারের মতামতও জানতে চাইল সুপ্রিম কোর্ট।
 খেলা
  • করাচিতে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচও ড্র হল। আলো কম থাকার জন্য পুরো দিন খেলাই হল না।যখন খেলা শেষ হয় তখন জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১  উইকেট আর পাকিস্তানের প্রয়োজন ছিল ১৫ রান। কিন্তু এর কোনওটাই হল না। আগের টেস্টও অমীমাংসিত ছিল। এডিন শতরান করলেন সরফরাজ আহমেদ (১৭৬ বলে ১১৮ রান)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টে তিনটি অর্ধশতরান ও একটি শতরান করলেন তিনি।  ১৩ বছর আগে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। এত বছরে মাত্র ৫১টি টেস্ট খেলেছেন সরফরাজ।  এদিনের আগে তাঁর টেস্ট শতরানের সংখ্যা ছিল ৩।
  • রঞ্জি ট্রফির বাংলা ও উত্তরাখণ্ডের ম্যাচ অমীমাংসিত থাকল । তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে বাংলা পেল তিন পয়েন্ট। নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেলেন বাংলার অভিমন্যু ঈশ্বরন।
  • কলম্বিয়ার দক্ষিনে ভিলাভিসেনসিয়ো শহরের একটি স্টেডিয়ামের নাম রাখা হল প্রয়াত ফুটবল সম্রাট পেলের নামে।  তার নতুন নাম হয়েছে  ‘বেলো হরিজন্তে রেই পেলে’ । স্প্যানিশ ভাষায় রেই পেলের শব্দের অর্থ রাজা পেলে,  বেলো হরিজন্তের অর্থ সুন্দর আকাশ।
 বিবিধ
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মা হীরাবেনের নামে গুজরাতে একটি নদীবাঁধের জলাধারের নামকরণ করা হল ‘হীরাবেন স্মৃতি সরোবর’। সৌরাষ্ট্রের রাজকোট জেলায় নয়ারি নদীতে ওই ‘চেক ড্যাম’টি গড়ে উঠেছে। রাজকোট-কালাওয়াড় সড়কের অদূরে ভগৌড়ার গ্রামে গড়ে ওঠা ওই ড্যামের উদ্বোধন হল।
  • হৃদরোগে আক্রান্ত হয়ে  শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মুম্বইয়ের প্রোডাকশন ডিজাইনার সুনীল বাবু।  তাঁর বয়স হয়েছিল ৫০।বহু জনপ্রিয় চলচ্চিত্র তাঁর নির্মিত সেটে শুটিং করা হয়েছে।