কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ এপ্রিল ২০২৩

352
0
daily current affairs

আন্তর্জাতিক
  • ১০ এপ্রিলকে বাংলাদেশের প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণার দাবি জানালেন সেদেশের বিশিষ্ট নাগরিকরা। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশিত হয়েছিল সেদেশে। ওই ঘোষণাপত্রকে বাংলাদেশ রাষ্ট্রের জন্মসনদ বলে মেনে নেওয়া হয়েছে। ঢাকায় একটি অনুষ্ঠানে এই দাবি তোলা হয়েছে। এদিন সেখানে দেখানো হল শাহরিয়ার কবিরের নতুন তথ্যচিত্র ‘ভয়েস অব কনসিয়েন্স’ ।
  • পাকিস্তানে সংবাদ মাধ্যমের একজন আধিকারিককে অপহরণ করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। তাঁর নাম আকাশ রাম। তিনি ‘বল নিউজ’ সংবাদ মাধ্যমের মার্কেটিং হেড। একজন নিরাপত্তা রক্ষী, দুজন পরিচারকসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর হামলা ক্রমবর্ধমান। মার্চ মাসে তিনজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছে আলাদা আলাদা ঘটনায়।
  • ২৩ বছর পর ফ্রান্সের কোনও রাষ্ট্রপতি নেদারল্যান্ডস সফরে গেলেন। কিন্তু সেখানেও ইমানুয়েল মাকরঁকে ফ্রান্সের পেনশন নীতি নিয়ে বিক্ষোভ দেখতে হল। পুলিশ অবশ্য দ্রুত সরিয়ে দিল বিক্ষোভকারীদের। ফ্রান্সের নতুন পেনশন নীতি নিয়ে মাসাধিক কাল ধরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ চলছে প্যারিসে। এদিকে তাইওয়ান নিয়ে ইমানুয়েল মাকরঁ-এর একটি মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছে। তিনি সম্প্রতি চিন সফরের পর মন্তব্য করেছেন, তাইওয়ান নিয়ে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাক না গলানোই ভাল। নেদারল্যান্ডস সফরেও সাংবাদিকরা তাঁকে এই বিষয়ে প্রশ্ন করতে ছাড়েননি। ইমানুয়েল মাকরঁ অবশ্য নিজের বক্তব্যে অনড় আছেন ।
 জাতীয়
  • দেশে এদিন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন ১০১৫৮ জন। আট মাস বা ২৩০ দিনের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। তার মধ্যে দিল্লিতে ১১৪৯ জন করোনায়  সংক্রমিত হলেন। পশ্চিমবঙ্গে ৬৬জন ।
  • এনসিইয়ারটি-এর একাদশ শ্রেণিতে রাষ্ট্রবিজ্ঞান পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় ( সংবিধান-কেন ও কীভাবে ) এর একটি অংশ থেকে স্বাধীনতা সংগ্রামী তথা দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের নাম বইটির নতুন সংস্করণে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের উল্লেখও ওই একই বইয়ের নতুন সংস্করণে দশম অধ্যায়ের ( সংবিধান দর্শন ) থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
  • বিদেশি মুদ্রা লেনদেন লঙ্ঘন আইন (ফেমা) আইন অনুযায়ী বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিটেক্টরেট ( ইডি )।
  • উত্তরপ্রদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে উমেশ পাল হত্যা মামলায় অভিযুক্ত আসাদ নামে একজন যুবকের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। উত্তরপ্রদেশে গ্যাংস্টার আতিক আহমেদের পুত্র তিনি। ঝাঁসিতে এই সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খেলা
  • চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের ম্যাচে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে ২-০ গোলে হারিয়ে দিল চেলসিকে। এটি কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। মাত্র এক সপ্তাহ হল চেলসির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নাপোলিকে ১-০ গোলে পরাস্ত করল এসি মিলান।
  • সুপার কাপের ম্যাচে ইস্টবেঙ্গল-হায়দারাবাদ ম্যাচ ৩-৩ গোলে অমীমাংসিত থাকল। প্রথম ম্যাচেও ড্র করেছিল ইস্টবেঙ্গল।
বিবিধ
  • প্রয়াত হলেন অভিনেত্রী উত্তরা বাওকর (৭৯)। তিনি ন্যাশনাল স্কুল অব ড্রামার প্রাক্তনী। মৃনাল সেন পরিচালিত ‘একদিন অচানক’ ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন।