কারেন্ট অ্যাফেয়ার্স ১২ এপ্রিল ২০২৩

303
0
Current Affairs 29th April
Courtesy: Millennium Post

আন্তর্জাতিক
  • জুলে ভার্নের ‘আরাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটটি ডেইজ’ উপন্যাসের কথা মনে পড়ে যেতে বাধ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের দুই অশীতিপর বৃদ্ধা সেই কান্ডটাই করেছেন। চিকিৎসক স্যান্ডি হেজলিপ ও চিত্রগ্রাহক এলি হ্যামবি ৮০দিন সময়ে বিশ্ব ভ্রমণ সম্পন্ন করলেন। তাঁদের ভ্রমণ তালিকায় ছিল তাজমহলও। দুজনেরই বয়স হয়েছে ৮০বছর।
  • নিজের দেশের শিশু, মহিলাসহ নিরস্ত্র মানুষের ওপর বিমান থেকে বোমা ছোঁড়া হল মায়ানমারে। বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচী আটকাতে শেষপর্যন্ত এমন পথই নিল সেখানকার সেনা সরকার। এদিন সকালে উত্তর পশ্চিম মায়ানমারের সাগাইং প্রদেশের কানবালু টাউনশিপের পাজিগি গ্রামের কমিউনিটি হলে জড়ো হয়েছিলেন কয়েকশ মানুষ। উপলক্ষ ছিল বিরোধী আন্দোলনের স্থানীয় দপ্তরের উদ্বোধন। সেখানেই বিমান থেকে নির্বিচারে বোমাবর্ষণ করে সেনা বিমান।বিমান হানায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে বহু শিশু এবং মহিলা। হামলা চালানোর কথা অস্বীকার করেনি মায়ানমারের সামরিক জুন্টা সরকার। সামরিক সরকারের সাফাই, উর্দি পরিহিত বিদ্রোহীদের নিশানা করে মারা হয়েছে। সেই সঙ্গে কিছু সাধারণ মানুষেরও মৃত্যু হতে পারে বলেও জানানো হয়েছে।তবে হতাহতের সঠিক কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি।
জাতীয়
  • পাঞ্জাবের ভাতিন্ডা সেনা ঘাঁটিতে সেনারই চুরি যাওয়া রাইফেল থেকে ভোররাতে গুলি চালিয়ে হত্যা করা হল ৪ জন সেনাকে। পাঞ্জাব পুলিশের দাবি, এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদী হামলার কোনও যোগ নেই। সেনা ও পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত করছে। এখনও আততায়ীদের বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
  • ১৯৪৩ সালে গঙ্গা নদীর ওপর তৈরি হয়েছিল হাওড়া ব্রিজ। ২৪ অক্টোবর, ১৯৮৪ ভারতের প্রথম পাতালরেল চলেছিল কলকাতায়। তারপর দেশের মধ্যে প্রথম কোনও নদীর নীচ থেকে একটি ট্রেনও চলল সেই কলকাতাতেই। ১২ এপ্রিল, ২০২৩ বেলা ১১টা ৫৫মিনিটে গঙ্গা পেরিয়ে মেট্রোর ৬১২ নম্বর রেক পৌঁছে গেল হাওড়াতে। মেট্রোর জেনারেল ম্যানেজার (জিএম) পি উদয়শঙ্কর রেড্ডি নিজে একটি রেকে সওয়ার হয়ে কলকাতার দিক থেকে নবনির্মিত হাওড়া ময়দান মেট্রো স্টেশনে এসে নামেন। এটিও সবচেয়ে গভীর স্টেশন। ভূগর্ভ থেকে ১০০ ফুট নীচে অবস্থিত। এটিকে মেট্রোর ট্রায়াল রান বলা হয়নি, নলা হয়েছে ট্রায়াল রানের আগে প্রস্তুতি পর্ব। সেই পর্বে অবশ্য উত্তীর্ণ হয়েছে কলকাতা মেট্রো রেল।
  • দক্ষিণবঙ্গে চলছে তাপপ্রবাহ। এই পরিস্থিতিতে দাবদাহ থেকে পড়ুয়াদের স্বস্তি দিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২ মে থেকে গরমের ছুটি শুরু হবে রাজ্যের সরকার অনুমোদিত স্কুলগুলিতে।
খেলা
  • বায়ার্ন মিখনিখকে ৩-০ গোলে পরাস্ত করল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে এই জয় পেল তারা। তাদের তারকা ফুটবলার নরওয়ে থেকে আসা আর্লং হল্যান্ড এক মরসুমে দলের হয়ে করলেন ৪৫টি গোল। তিনি ভেঙে দিলেন ২০০২-০৩ মরসুমে রুদ ফান গুলিট ও ২০১৭-১৮ মরসুমে মহম্মদ সালাহ -এর রেকর্ড। তাঁরা করেছিলেন ৪৪টি করে গোল। নিজের ৩৯ তম ম্যাচে এই নজির গড়লেন আর্লং হল্যান্ড।
  • মার্চ মাসে আইসিসি-এর শ্রেষ্ঠ ক্রিকেটার নির্বাচিত হলেন বাংলাদেশের ক্রিকেটার শাকিব আল হাসান।
 বিবিধ
  • দেশের মুখ্যমন্ত্রীদের সম্পত্তি নিয়ে সমীক্ষা চালিয়ে তথ্য প্রকাশ করল ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস্ ’(এডিআর) । বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করেই এই তালিকা প্রস্তুত করেছে এই পর্যবেক্ষণ সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস্ । এই রিপোর্ট অনুযায়ী দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্যক্তি যিনি কোটিপতি নন। সেখানে বলা হয়েছে, দেশের সবচেয়ে কম বিত্তশালী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ টাকা। অন্য দিকে, দেশের সব থেকে বিত্তবান মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। তাঁর সম্পত্তির মূল্য ৫১০ কোটি টাকা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্দু ও ওড়িশার  মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

 

১১ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন