কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ এপ্রিল ২০২৩

338
0
NPCIL Trade Apprentice

আন্তর্জাতিক
  • পরমাণু শক্তি ব্যবহার বন্ধ করে দিল জার্মানি। ২০০২ সাল থেকেই পরমাণু শক্তি ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল জার্মানি। ধীরে ধীরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অবশেষে এদিন তিনটি পরমাণু চুল্লি নিষ্ক্রিয় করা হয়েছে। জার্মানির বিদ্যুৎ গ্রিড থেকেও বিচ্ছিন্ন করে হয়েছে পরমাণু বিদ্যুৎ সংযোগ। এখন থেকে তারা পুনর্ব্যবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদনে জোর দিতে পদক্ষেপ নিচ্ছে।
  • সুদানে সেনাবাহিনী ও আধা সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০০ জনেরও বেশি মানুষ। সুদানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গুলির লড়াইয়ের মধ্যে পড়ে অ্যালবার্ট অগাস্টিন নামে একজন ভারতীয় প্রাণ হারিয়েছেন। তিনি কেরলের বাসিন্দা। তিনি খার্তুমে যে ঘরে থাকতেন সেখানেই গুলিবিদ্ধ হন। জানলা দিয়ে গুলি এসে লাগে তাঁর গায়ে। আফ্রিকার এই দেশটিতে গত চার বছর ধরে সরকার চলত সেনাবাহিনীর মাধ্যমে। সেনা শাসকের নাম আবদেল ফাতাহ অল বুরহান। আধা সেনাবাহিনীর প্রধান কমান্ডার মহম্মদ হামদান ডাগলোর নেতৃত্বে দুদিন হল এই লড়াই শুরু হয়েছে। আধা সেনাবাহিনীর দাবি, তারা সুদানের রাজধানী খার্তুমের বিমানবন্দর, রাষ্ট্রপতি ভবন দখল করে নিয়েছে। সেনা অবশ্য এই দাবি উড়িয়ে দিয়েছে।
জাতীয়
  • মহারাষ্ট্রে প্রখর রোদে খোলা মাঠে দুপুর বেলায় সরকারি অনুষ্ঠান দেখতে গিয় প্রাণ গেল ১১ জনের। নবী মুম্বইয়ের খারঘরে ওই অনুষ্ঠানে মহারাষ্ট্র ভূষণ সম্মান দেওয়া হয়েছে আপ্পাসাহেব ধর্মাধিকারীকে। পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেলা বারোটার সময় তখন তাপমাত্রা ৪২ ডিগ্রি ফারেনহাইট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন লক্ষ মানুষ। তাঁদের মধ্যে ৬০০ জন অসুস্থ হয়ে পড়েছেন।
  • খুন, খুনের ষড়যন্ত্র ও প্রমান লোপের অভিযোগে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন সাংসদ ওয়াই এস ভাস্কর রেড্ডিকে গ্রেপ্তার করল সিবিআই। সম্পর্কে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির কাকা হলেন ওয়াই এস ভাস্কর রেড্ডি। ২০১৯ সালের ১৫ মার্চ অন্ধ্রের পুলিবেনদুলায় নিজের বাড়িতে খুন হন প্রাক্তন সাংসদ ওয়াই এস বিবেকানন্দ রেড্ডি।অন্ধ্রের রাজ্য সরকার এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল।
খেলা
  • লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ দলের ডিফেন্ডার অন্তনিও রুডিগা বর্নবিদ্বেষের শিকার হলেন। কাদিসের বিরুদ্ধে ম্যাচ চলার সময় গ্যালারি থেকে তাঁকে কটূক্তি করা হয় বলে অভিযোগ।
  • আইপিএল প্রতিযোগিতায় অভিনব রেকর্ড গড়লেন শচীন তেন্ডুলকর ও তাঁর ছেলে অর্জুন তেন্ডুলকর। দুবছর ধরে মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যুক্ত থাকার পর এদিন অভিষেক হল অর্জুনের (২ ওভার বল করে ১৭ রান দেন তিনি) । এই প্রথম আইপিএল প্রতিযোগিতায় এক দলে বাবা ও ছেলের খেলার রেকর্ড গড়লেন তাঁরা। শচীন তেন্ডুলকর ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স দলে খেলেছিলেন।
  • পিএসজি দলের হয়ে পুনরায় একটি গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করলেন লিওনেল মেসি। ইউরোপের শ্রেষ্ঠ ৫টি লিগে এখন দুজনের গোল সংখ্যা ৪৯৫। এই ম্যাচে গোল করেছেন কিলিয়ান এমবাপেও। ফলে তিনিই এখন পিএসজি-র হয়ে সর্বোচ্চ গোলদাতা। এই দলের হয়ে ১৩৯ টি গোল হয়ে গেল তাঁর।
বিবিধ
  • দেশে সদ্য সমাপ্ত অর্থবর্ষে বিদ্যুতের চাহিদা বেড়েছে ৯.৫ % হারে। তা বেড়ে হয়েছে ১,৫০,৩৬৫ কোটি ইউনিট। তার আগের বছরে তা ছিল ১,৩৭,৪০২ ইউনিট। এই তথ্য জানিয়েছে সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি অথরিটি। দেশে আর্থিক কর্মকান্ড বাড়ার জন্য এই চাহিদা বেড়েছে বলে জানিয়েছে তারা।