কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ এপ্রিল ২০২৩

293
0
daily current affairs

আন্তর্জাতিক
  • সুদানের গৃহযুদ্ধে তিনদিনে ১৮০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ২০০০ জন। প্রসঙ্গত, ২০১৯ সালের এপ্রিল মাসে সুদানে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন তখনকার রাষ্ট্রপতি ওমর আল বশির।  সেইসময় আফ্রিকার এই দেশটিতে অন্তর্বর্তিকালীন সরকারের প্রধানমন্ত্রী হন আবদুল্লা হামিদ। কিন্তু পরে সেনা অভ্যুত্থান ঘটে। ২০২১ সালের অক্টোবর মাসে  অন্তর্বর্তিকালীন সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে সেনা শাসন চলছে সুদানে। কিন্তু এখন ক্ষমতা দখল নিয়ে লড়াই শুরু হয়েছে আধা সেনা বাহিনীর সঙ্গে। আধাসামরিক বাহিনীর হয়ে এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে ‘র‌্যাপিড সাপোর্ট ফোর্স’(আরএসএফ)। তাদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়েছে সেনা। এই পরিস্থিতিতে ভারতের  বিদেশ মন্ত্রক সুদানে  বসবাসকারী ভারতীয় নাগরিকদের খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে বাড়িতেই থাকতে ও বাড়ির বাইরে বেরতে নিষেধ করেছে।
  • পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে একজন চিনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। খাইবারপাখতুনখোয়া প্রদেশে দাসু বাঁধ নির্মাণের জন্য আরও অনেক চিনা নাগরিকের সঙ্গে তিনি সেখানে রয়েছেন।
 জাতীয়
  • আসন্ন শিক্ষাবর্ষে রাজ্যের কলেজগুলিতে অনলাইনে স্নাতক স্তরে কেন্দ্রীয় ভাবে ভর্তির প্রস্তাব অনুমোদন করল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা।
  • পাঞ্জাবের ভাতিন্ডা সেনাঘাঁটিতে ৪ জন সেনাকর্মী হত্যার ঘটনায় ব্যক্তিগত শত্রুতা দায়ী বলে জানানো হয়েছে। দেশাই মোহন নামে একজন সেনাকর্মীকে এই হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
  • মুম্বই মেট্রো রেল কর্তৃপক্ষকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে তাদের ১০ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। মুম্বইয়ের আরে এলাকায় অনুমোদনের অতিরিক্ত গাছ কাটার দায়ে এই পদক্ষেপ নিল সর্বোচ্চ আদালত। ২০১৯ সালে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি করেছিল।
  • গত ২ এপ্রিল কেরলে কান্নুরগামী আগুন ধরিয়ে দিয়েছিল একজন যাত্রী। প্রাণ হারান তিনজন। অভিযুক্ত যাত্রীকে দুদিন পর মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত শাহরুখ সাইফি উগ্র মৌলবাদী চিন্তাধারার প্রভাবিত বলে জানালো পুলিশের বিশেষ তদন্তকারী দল।
খেলা
  • সুপার কাপ প্রতিযোগিতায় আইজল এফসি ইস্টবেঙ্গল ম্যাচ অমীমাংসিত থাকল ২-২ গোলে। এই প্রতিযোগিতা থেকে কার্যত বিদায় নিল ইস্টবেঙ্গল।
  • শ্রীলঙ্কার হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিলেন আর এক জয়সূর্য। বাঁ হাতি স্পিনার প্রভাত জয়সূর্য ৪২ রান দিয়ে ৫ উইকেট নিলেন। আয়ারল্যান্ডের রান ৭ উইকেটে ১১৭ । শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৬  উইকেটে ৫৯১ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছে।
বিবিধ
  • বিশ্বের দশম উচ্চতম অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন বঙ্গতনয়া পিয়ালী বসাক। এবার তিনি অন্নপূর্ণা ১ শৃঙ্গ জয় করলেন যার উচ্চতা ৮০৯১ মিটার। মাউন্ট এভারেস্ট আগেই জয় করেছেন তিনি। আট হাজার মিটারের বেশি উচ্চতার এই নিয়ে পঞ্চম শৃঙ্গ জয় করলেন পিয়ালী। তিনি চন্দননগরের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

১৬ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন