কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ মে ২০২৩

476
0
daily current affairs

ন্তর্জাতিক
  • পাকিস্তানে প্রধান বিচারপতির বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হল পাক সংসদের নিম্ন কক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে। সেদেশের সুপ্রিম কোর্টে একটি মামলা চলার সম়য় সেখানে উপস্থিত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে সৌজন্য দেখিয়ে পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আটা বন্দিয়াল বলেছিলেন, আপনাকে দেখে ভাল লাগছে।এর পরই ওই প্রস্তাব পাশ হয় পাক সংসদে। অভিযোগ ওঠে, ইমরান খানের প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে। প্রধান বিচারপতি অবশ্য জানিয়েছেন, এর সঙ্গে রাজনীতির যোগ নেই।
জাতীয়
  • পশ্চিমবঙ্গে পূর্ব মেদনীপুরের এগরায় অবৈধ বাজি কারখানায় এক ভয়ঙ্কর বিস্ফোরণে প্রাণ হারালেন ৯ জন। কারখানার মালিক পলাতক।এই ঘটনার তদন্তের ভার সিআইডি – এর হাতে দিল রাজ্য সরকার।
  • ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিশানা করা হচ্ছে, বাড়ছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপর আক্রমনের ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২২ সালের ‘ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম রিপোর্ট ‘- এ এই দাবি করা হয়েছে। বিশ্বের ২০০টি দেশের পরিস্থিতি তুলে ধরা হয়েছে এই রিপোর্টে।
  • সুপ্রিম কোর্টের বিচরপতি হিসেবে নিয়োগের জন্য বিচারপতি কে বি বিশ্বনাথনের নাম প্রস্তাব করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম।
খেলা
  • চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল এসি মিলান। এদিন দ্বিতীয় লেগের সেমিফাইনালে তারা ০-১ গোলে হেরে গেল ইন্টার মিলানের কাছে। দুই লেগ মিলিয়ে ইন্টার মিলান জয়ী হল ৩-০ ব্যবধানে। ইন্টার মিলান দীর্ঘ ১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলবে।এদিকে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের সেমিফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ।প্রথম লেগের সেমিফাইনাল অমীমাংসিত ছিল।
বিবিধ
  • দেশের ২২টি রাজ্যের ৪৫টি কেন্দ্রে আয়োজিত হল রোজগার মেলা। ভিডিও মাধ্যমে এই মেলা থেকে ৭১০০০ চাকরি প্রার্থীকে নিয়োগ পত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • প্রতিযোগিতা কমিশনের চেয়ার পার্সন নিযুক্ত হলেন রভনীত কর।

কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ মে ২০২৩