কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ মে ২০২৩

289
0
daily current affairs

ন্তর্জাতিক
  • তুরস্কে রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম দফায় মাত্র ০.৬১ শতাংশ ভোটের জন্য সরাসরি নির্বাচিত হতে পারলেন না রিচেপ তাইপে এর্ডোয়ান। তিনি পেয়েছেন ৪৯.৩৯ শতাংশ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিজদারোগলু ভোট পেয়েছেন ৪২.৯২ শতাংশ।তুরস্কের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে কোনও প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে ফের নির্বাচন হবে। এবার দ্বিতীয় দফার ভোট নেওয়া হবে।রিচেপ তাইপে এর্ডোয়ান ২০০৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রী ছিলেন, তারপর থেকে দেশের রাষ্ট্রপতি তিনি।
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সরাসরি সেনাবাহিনীর দিকে বিভিন্ন অভিযোগের আঙুল তুললেন। তাঁর দাবি, তাঁকে দশ বছর কারাবন্দি করে রাখতে ষড়যন্ত্র করছে সেনা। তিনি মন্তব্য করেছেন, ‘পাকিস্তানে বিচার করা ও তার প্রয়োগ, সব দায়িত্বই নিয়ে নিয়েছে সেনাবাহিনী।’
  • ঘূর্ণিঝড় ‘মোকা’ এর দাপটে মায়ানমারে ৬ জনের প্রাণহানি হয়েছে। বাংলাদেশ ও মায়ানমারে বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে এক দশকের মধ্যে অন্যতম ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ে।
জাতীয় 
  • নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর ( এনসিবি ) প্রাক্তন প্রধান সমীর ওয়াংখেড়ে ঘুষ চেয়েছিলেন বলে চার্জশিটে উল্লেখ করল সিবিআই। ২০২১ সালের ২ অক্টোবর মুম্বইয়ের বিলাসবহুল একটি প্রমোদতরীর ভেতর তল্লাশি চালায় এনসিবি। অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ানসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। সেখানে গোপনে মামলা নিষ্পত্তির জন্য শাহরুখের থেকে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ আনা হল সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে।
  • ২০২১ সালের ৫ সেপ্টেম্বর কানাডায় খুন হয়েছিলেন একজন ভারতীয় ছাত্র প্রভোজ্যোত সিং কাতরি।এই ঘটনায় কানাডার যুবক জেমস প্রস্পারকে দোষী সাব্যস্ত করে ৯ বছরের কারাদণ্ড দিল সেখানকার আদালত। লেখাপড়ার অবসরে ট্যাক্সি চালাত প্রভোজ্যোত। তাকে বিনা প্ররোচনায় জাতি বিদ্বেষের ঘটনায় খুন করেন জেমস।
  • হিরোশিমা শহরে অনুষ্ঠিতব্য জি ৭ গোষ্ঠীর সম্মেলনে আমন্ত্রিত সদস্য হিসেবে ডাক পেল ভারত। ভারত ছাড়াও বৈঠকে যোগ দিতে ডাক পেযেছে অস্ট্রেলিয়া,ইন্দোনেশিয়া, ভিয়েতনাম প্রভৃতি দেশ।
খেলা 
  • লা লিগায় চ্যাম্পিয়ন হল বার্সেলোনা। চার ম্যাচ বাকি থাকতেই তারা ৩৪ ম্যাচে ৮৫ পয়েন্ট পেয়ে খেতাব জয় নিশ্চিত করল। এদিন এসপানিওলের বিরুদ্ধে ৪-২ গোলে জেতার পরই তাদের খেতাব জেতা নিশ্চিত হল।দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ৩৪ ম্যাচে পয়েন্ট ৭১ ।এদিন বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন রবার্ট লিওয়ানডস্কি। চলতি মরসুমের এটি তাঁর ২০ তম গোল।
 বিবিধ
  • গত এপ্রিল মাসে দেশে পাইকারি বাজারে মূল্য বৃদ্ধির হার নেমে গেছে শূন্যের ০.৯২ শতাংশ নীচে।এই হার গত ৩৪ মাসের মধ্যে সর্বনিম্ন। টানা ১১ মাস তা নিম্নমুখী। গত মার্চে তা ছিল ১.৩৪ শতাংশ। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে। এপ্রিল মাসে খুচরো মূল্যবৃদ্ধির হারও গত ১৮ মাসের মধ্যে  সর্বনিম্ন হয়েছে।