এনটিপিসিতে ৩০০ অ্যাসিঃ ম্যানেজার

1179
0
NTPC Limited Recruitment 2023 

এনটিপিসি লিমিটেডে অপারেশন/ মেন্টেন্যান্সে বিভাগে ৩০০ জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে। NTPC Limited Recruitment 2023

নিচের যোগ্যতার যে কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশনে বিই/ বিটেক ডিগ্রি।

টাটা স্টিলে ট্রেনি ইঞ্জিনিয়ার

বয়স: বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর।

বেতন: ই৩ গ্রেডে ৬০০০০-১৮০০০০ টাকা।

শূন্যপদ: ইলেক্ট্রিক্যাল: ১২০ (অসংরক্ষিত ৫১, ইডব্লুএস ১১, ওবিসি ৩২, তপশিলি জাতি ১৭, তপশিলি উপজাতি ৯)।

মেকানিক্যাল: ১২০ (অসংরক্ষিত ৫১, ইডব্লুএস ১১, ওবিসি ৩২, তপশিলি জাতি ১৭, তপশিলি উপজাতি ৯)।

ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন: ৬০ (অসংরক্ষিত ২৭, ইডব্লুএস ৫, ওবিসি ১৬, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৪)।

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিসিপ্লিনগুলি হল– ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ পাওয়ার সিস্টেম অ্যান্ড ডাই ভোল্টেজ/ পাওয়ার ইলেক্ট্রনিক্স/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারি– মেকানিক্যাল/ প্রোডাকশন/ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং/ প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল/ থার্মাল/ মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং।

ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং– ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড পাওয়ার/ পাওয়ার ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স।

ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং: ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ ইলেক্ট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল।

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনির্ভাসিটিতে নিয়োগ

আবেদনের ফি: ৩০০ টাকা। অনলাইন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। অফলাইনে স্টেট ব্যাঙ্কের 30987919993 অ্যাকাউন্ট নম্বরে ফি দিতে হবে, সিএজি ব্র্যাঞ্চ, নতুন দিল্লি (কোড ০৯৯৯৬)।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

কলকাতার সায়েন্স সিটিতে ট্রেনি

আবেদনের পদ্ধতি: www.ntpc.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২ জুন ২০২৩ তারিখ পর্যন্ত। NTPC Limited Recruitment 2023

অনলাইন আবেদন করতে —– ক্লিক করুন
অফিশিয়ান নোটিফিকেশন—- ক্লিক করুন