কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ এপ্রিল ২০২৪

109
0
Current Affairs 28th April

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্যালেস্টাইনের পক্ষে এবং গাজায় ইজরায়েলের হানাদারীর বিপক্ষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এদিন সাংবাদিকদের দেওয়া এক নৈশভোজে অংশগ্রহণ করেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভের আজ পৌঁছয় সেখানেও।
  • ইরাকের রাজধানী বাগদাদে প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যা করা হল এক তরুণী ওম ফাহাদকে। তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। টিকটক অ্যাপে ইরাকি গানের সঙ্গে নাচের ভিডিও বানিয়ে প্রকাশ করতেন তিনি। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এই ধরনের ভিডিও বানানোর দায়ে ইরাকের আদালত ৬ মাস কারাদণ্ড দিয়েছিল ফাহাদকে।
  • রাশিয়ার বিরুদ্ধে সবথেকে শক্তিশালী অভিযান চালানোর দাবি করল ইউক্রেন। এই অভিযানে ৬০টির বেশি ড্রোন নিয়ে হামলা চালানো হয়েছিল। মূল লক্ষ্য ছিল রাশিয়ার তৈল শোধনাগারগুলি। তবে এই হামলায় বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে রাশিয়া। এর পরেই ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলি লক্ষ্য করে তুমুল আক্রমণ চালায় রাশিয়া। এই অভিযানে বিদ্যুৎ কেন্দ্রগুলির ভালো রকম ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
জাতীয়
  • গুজরাট উপকূলের কাছে আরব সাগরে অভিযান চালিয়ে একটি পাকিস্তানি নৌকা বাজেয়াপ্ত করল ভারতের উপকূল রক্ষী বাহিনী। উপকূল রক্ষী বাহিনীর জাহাজ ‘রাজরতন’ এর সাহায্যে এই অভিযান চালানো হয়, সেখানে ছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-এর অফিসার এবং গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখার অফিসাররা। এই ঘটনায় ৯০০ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে, ওই নৌকায় থাকা ১৪ জন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
  • লোকসভা নির্বাচনে প্রচারের উদ্দেশ্যে আম আদমি পার্টি যে গান বানিয়ে ছিল তাকে নিষিদ্ধ ঘোষণা করলো নির্বাচন কমিশন। বিচার ব্যবস্থার প্রতি প্রশ্ন তোলায় ওই গানের একটি লাইন বদল করতে বলা হয়েছে। আপ এই ঘটনায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে।
  • দিন চারেক পর নিয়ন্ত্রণে এলো নৈনিতাল এলাকার দাবানল। উত্তরাখন্ডে প্রবল বৃষ্টির জন্য এই দাবানল নিয়ন্ত্রণে আনতে সুবিধা হয়েছে বায়ুসেনা, দমকল এবং এনডিআরএফ বাহিনীর। প্রসঙ্গত নৈনিতালে দাবানল ভয়াবহ রূপ ধারণ করায় সেনাবাহিনী ডাকা হয়েছিল তার নিয়ন্ত্রণে।
খেলা
  • তীরন্দাজিতে অসামান্য সাফল্যের মুখ দেখল ভারত। সাংহাইয়ে আয়োজিত প্রথম পর্যায়ের তীরন্দাজি বিশ্বকাপে তারা দলগত বিভাগে চ্যাম্পিয়ন হলো। ১৪ বছর পর সোনা জিতল ভারতের রিকার্ভ দল। এই দলে ছিলেন ধীরাজ বোমাডেভারা, তরুণদীপ রাই, প্রবীণ যাদব। ফাইনালে ভারত হারিয়ে দিল অলিম্পিক চ্যাম্পিয়ন দল দক্ষিণ কোরিয়াকে। সাংহাইয়ে এই প্রতিযোগিতার আসরে ভারত পাঁচটি সোনাসহ মোট আটটি পদক জিতেছে।
  • ভারতের মহিলা ক্রিকেট দল সিলেটে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪৪ রানে জয়ী হলো।
  • আইএসএল প্রতিযোগিতার ফাইনালে উঠলো মোহনবাগান। এদিন তারা যুবভারতী ক্রীড়াঙ্গনে দ্বিতীয় পর্বের সেমিফাইনালে ওড়িশা এফসি কে ২-০ গোলে পরাজিত করল। দুই পর্ব মিলিয়ে সেমিফাইনালে ৩-২ ব্যবধানে জয়ী হল মোহনবাগান।
বিবিধ
  • মনের জোরের অসামান্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রাচী নিগম। সম্প্রতি উত্তরপ্রদেশে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় ৯৮.৫ শতাংশ মার্কস পেয়ে প্রথম হয়েছেন তিনি। চেহারার কারণে তাঁকে অনেকেই ব্যঙ্গ করেছিল। এক সাক্ষাৎকারে অনায়াসে তাদেরকে উপেক্ষা করে প্রাচী বলেছেন, চাণক্যকেও চেহারার কারণে অনেক ব্যঙ্গ সহ্য করতে হয়েছিল।