কারেন্ট অ্যাফেয়ার্স ২২ মে ২০২৩

505
0
Current Affairs 2023
Courtesy: Hindustan Times

ন্তর্জাতিক
  • শ্রীনগরে শুরু হল জি ২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের সম্মেলন। ডাল হ্রদের পাশে শের ই কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে শুরু হয়েছে এই সম্মেলন। জি ২০ গোষ্ঠীভুক্ত দেশের পর্যটন প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছেন।  তবে কাশ্মীরে আয়োজিত হওয়ায় এই সম্মেলন বয়কট করল পাঁচটি দেশ।  তারা হলো চিন, সৌদি আরব, ইন্দোনেশিয়া তুরস্ক এবং মিশর।
  • ১৪ টি দ্বীপ রাষ্ট্রের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো পাপুয়া নিউ গিনিতে। এই সম্মেলনে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন পাপুয়া নিউ গিনি তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘কম্পানিয়ন অব দ্য অর্ডার অব লোগোহু’ সম্মানে ভূষিত করল ভারতের প্রধানমন্ত্রীকে।  ফিজি দেশটির তরফেও তাদের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘কম্পানিয়ান অব দ্য অর্ডার অব ফিজি’ তুলে দেওয়া হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি রেবিকা এই সম্মানে ভূষিত করলেন ভারতের পপ্রধানমন্ত্রকে।
 জাতীয়
  • তথ্যচিত্র কাণ্ডে বিবিসি কর্তৃপক্ষকে আদালতে তলব করলো দিল্লি হাইকোর্ট। ‘ইন্ডিয়া : দ্য মোদী  কোয়েশ্চেন’ নামক তথ্যচিত্রটি নিয়ে একটি মামলা করেছে গুজরাটের একটি সংস্থা। সেই মামলা সূত্রেই বিবিসি কর্তৃপক্ষকে আগামী সেপ্টেম্বরে পরবর্তী শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। প্রসঙ্গত ২০০২ সালে নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় সেখানে সংখ্যালঘুদের অবস্থা কেমন ছিল তা নিয়ে এই তথ্যচিত্র নির্মিত হয়েছে। কেন্দ্রীয় সরকার বিশেষ তথ্য প্রযুক্তি আইন প্রয়োগ করে সমাজ মাধ্যম থেকে এই তথ্যচিত্র সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই তথ্য চিত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মানহানি হয়েছে বলে এই মামলা করা হয়েছে।
  • সপ্তাহ খানেক শান্ত থাকার পর যখন কারফিউ শিথিল করা হচ্ছে তখন পুনরায় উত্তপ্ত হয়ে পড়ল মনিপুর। সেখানে পুনরায় সেনা নামানো হয়েছে এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। মনিপুরের মেইতেই সম্প্রদায়ের মানুষ তপশিলি উপজাতিভুক্ত হওয়ার জন্য যে আবেদন জানিয়েছিল তা নিয়ে কুকি সম্প্রদায়ের সঙ্গে তাদের বিরোধ রক্তক্ষয়ী রূপ নিয়েছে।
খেলা
  • জ্যাভলিন ছোড়ার  ক্ষেত্রে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের নীরজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার পুরুষদের জ্যাভলি ছোড়ার যে বিশ্ব রাঙ্কিং, তিনি তার এক নম্বর স্থানে পৌঁছলেন। এই প্রথমবার এই সাফল্য অর্জন করলেন তিনি। ২০২৩ সালের ১৬ মে পর্যন্ত সার্বিক সাফল্যের ভিত্তিতে এই র‍্যাংকিং। ২৫ বছরের নীরজ আন্ডারসন পিটার্সকে সরিয়ে শীর্ষস্থান দখল করলেন। সম্প্রতি দোহা ডায়মন্ড লিগে আন্ডারসনকে হারিয়ে সোনা জিতে ছিলেন নীরাজ। টোকিও অলিম্পিকেও তিনি সোনার পদক জিতে ছিলেন।
  • স্লভেনিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জোড়া সোনার পদক জিতল ভারত। ছেলেদের সিঙ্গেলসে সমীর বর্মা চ্যাম্পিয়ন হয়েছেন। অন্যদিকে মিক্সড ডাবলস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল রোহন কাপুর শিখা রেড্ডি জুটি।
বিবিধ
  • মুখ্যমন্ত্রী তীর্থ যাত্রা যোজনার উদ্বোধন হলো মধ্যপ্রদেশে। এই প্রকল্পে প্রবীণ প্রবীণারা বিমানে বিনামূল্যে তীর্থযাত্রা করার সুযোগ পাবেন। এর আগে প্রবীণ নাগরিকদের জন্য ট্রেনে চেপে তীর্থযাত্রার প্রকল্প চালু করেছিল মধ্যপ্রদেশ সরকার। এখনো পর্যন্ত প্রায় ৮ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা নিয়েছেন বলে জানা গেছে।