ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের অধীন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারে অ্যাসিস্ট্যান্ট (রাজ ভাষা), কুক ISRO SAC Recruitment 2023
এবং লাইট ভিকল ড্রাইভার পদে ৯ জন নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: SAC:01:2023
যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট (রাজ ভাষা): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট।
কম্পিউটারে প্রতি মিনিটে ২৫ শব্দের গতিতে হিন্দি টাইপিং এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ইংরেজি টাইপরাইটিং জানা থাকলে অগ্রাধিকার।
কুক: দশম শ্রেণি বা সমতুল পাশ। কোনো প্রতিষ্ঠিত হোটেল/ ক্যান্টিনে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
লাইট ভিকল ড্রাইভার: দশম শ্রেণি বা সমতুল পাশ। হাল্কা যান চালানোর ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স।
বয়স: অ্যাসিস্ট্যান্ট (রাজ ভাষা) পদে বয়স হতে হবে ১৮-২৮ বছরের মধ্যে এবং কুক ও ড্রাইভার পদে বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে।
সবক্ষেত্রেই ১৬ জুন ২০২৩ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
বেতন: অ্যাসিস্ট্যান্ট (রাজ ভাষা) পদে লেভেল ৪ অনুযায়ী ২৫৫০০-৮১১০০ টাকা।
কুক এবং ড্রাইভার পদে লেভেল ২ অনুযায়ী ১৯৯০০-৬৩২০০ টাকা।
অষ্টম শ্রেণি পাশ যোগ্যতায় কাজের সুযোগ
প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। বিস্তারিত https://www.sac.gov.in/ ওয়েবসাইট থেকে জানা যাবে।
আবেদনের ফি: ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী , প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীরা পরীক্ষায় বসার পর আবেদনের ফি পুরোটাই ফেরত পেয়ে যাবেন
এবং অসংরক্ষিত শ্রেণির প্রার্থীরা পরীক্ষার বসার পর ৪০০ টাকা ফেরত পাবেন।
মাধ্যমিক যোগ্যতায় পূর্ব বর্ধমানে চাকরি
আবেদনের পদ্ধতি: www.sac.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
অনলাইন আবেদন করা যাবে ১৬ জুন ২০২৩ তারিখ বিকেল ৫.৩০ পর্যন্ত।
আবেদন সংক্রান্ত কোনো টেকনিক্যাল সমস্যা হলে ০৭৯-২৬৯১ ৩১৩০/ ৫৭। ইমেল- ao_rr@sac.isro.gov.in
অফিশিয়াল নোটিফিকেশন—– ক্লিক করুন
অনলাইন আবেদন —— ক্লিক করুন
ISRO SAC Recruitment 2023