কারেন্ট অ্যাফেয়ার্স ১ জুন ২০২৩

402
0
Current Affairs 1st June

আন্তর্জাতিক
  • স্বাস্থ্য সচেতনতা প্রসারে অভিনব পদ্ধতি নিচ্ছে কানাডা সরকার। কানাডার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখন থেকে সিগারেটের প্যাকেটের পাশাপাশি প্রতিটি সিগারেটের গায়েও লেখা থাকবে সচেতনতার বার্তা।
  • পাকিস্তানে গত ৯ মে বিভিন্ন সেনাঘাঁটিতে বিক্ষোভের পাশাপাশি হামলা চালিয়েছিল ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ পাকিস্তান -এর কর্মী সমর্থকরা। সেই ঘটনায় এই দলের স্বীকৃতি বাতিল করা হতে পারে বলে হুমকি দিয়েছে পাকিস্তান সরকার। এরই মধ্যে একটি পুরনো মামলায় পাক প্রশাসন গ্রেপ্তার করল তেহরিক  ই ইনসাফ পাকিস্তান এর সহ-সভাপতি তথা ইমরান খানের ঘনিষ্ঠ নেতা চৌধুরী পারভেজ ইলাহিকে। লাহোরে তাঁর গাড়ি থেকে টেনে হিচড়ে তুলে নিয়ে যায় পুলিশ।
জাতীয়
  • দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ব্রিকস গোষ্ঠীভক্ত দেশগুলির সম্মেলন। এই সম্মেলনে ভারতের হয়ে যোগ দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকের অবসরে তিনি আলাদা ভাবে বৈঠক করলেন রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে। প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে ভারত ভারসাম্য ও রক্ষার কূটনীতি নিয়ে চলেছে। একদিকে রাশিয়া থেকে ভারত বিপুল পরিমাণে অপরিশোধিত খনিজ তেল আমদানি অব্যাহত রেখেছে। অন্যদিকে সম্প্রতি জি ৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ইউক্রেনের রাষ্ট্রপতি ভালোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক হয় তাঁর।
  • ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং (এনসিইআরটি) ছাত্র-ছাত্রীদের পড়ার চাপ কমানোর জন্য দশম শ্রেণীর পাঠ্যসূচি থেকে দুটি অধ্যায় বাদ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে এই অধ্যায় দুটি হল পিরিয়ডিক টেবিলস এবং ইতিহাসের গণতন্ত্র, শক্তির উৎস ও পরিবেশগত স্থায়িত্ব।
খেলা
  • এশীয় যুবক হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো ভারত। এদিন ফাইনালে তারা পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দিল। মোট চার বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ভারত নতুন রেকর্ড স্থাপন করল। ২০০৪, ২০০৮, ২০১৫ সালের পর এই নিয়ে চতুর্থবার এশীয় যুব হকিতে চ্যাম্পিয়ন হল ভারত। অন্যদিকে পাকিস্তান ১৯৮৮,১৯৯২,১৯৯৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।
  • থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গেলসে কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের দুজন প্রতিযোগী। তাঁরা হলেন লক্ষ্য সেন এবং কিরণ জর্জ।
বিবিধ
  • বিশ্ব আবহাওয়া সংস্থার সহ সভাপতি নির্বাচিত হলেন ভারতীয় আবহ বিজ্ঞানী মৃত্যুঞ্জয় মহাপাত্র। তিনি ভারতের কেন্দ্রীয় আবহাওয়া সংস্থার ডিরেক্টর জেনারেল। তিনি ২০২৭ সাল পর্যন্ত ওই পদে থাকবেন।
  • দেশে মে মাসে জিএসটি আদায় হয়েছে ১.৫৭ লক্ষ কোটি টাকা। গতবছরের মে মাস থেকে এই অংক ১২ শতাংশ বেশি। এই নিয়ে পরপর তিন মাস দেশে জিএসটি সংগ্রহ হল দেড় লক্ষ কোটি টাকার বেশি।