ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে হেড কনস্টেবল পদে ৮১ জন নিয়োগ করা হবে। ITBP Recruitment 2023
নিচের যোগ্যতার মহিলা প্রার্থীরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।
যোগ্যতা: দশম শ্রেণি বা সমতুল পাশ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে অক্সিলিয়ারি নার্সিং মিডওয়াইফারি কোর্স পাশ।
সেন্ট্রাল গভর্নমেন্ট নার্সিং কাউন্সিল বা স্টেট গভর্নমেন্ট নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।
বয়স: ৮ জুলাই ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
বেতন: লেভেল ৪ অনুযায়ী ২৫৫০০-৮১১০০ টাকা।
শূন্যপদের বিন্যাস: ৮১ (অসংরক্ষিত ৩৪, ওবিসি ২২, তপশিলি জাতি ১২, তপশিলি উপজাতি ৬, ইডব্লুএস ৭)।
রাজ্যে এডুকেশন সুপারভাইজার নিয়োগ
শারীরিক মাপজোক: উচ্চতা হতে হবে ১৫৭ সেন্টিমিটার। গোর্খা, গারোয়াল, কুমায়ুনমারাঠা, হিমাচল প্রদেশ, আসাম,
কাশ্মীর ও লাদাখের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৫৫ সেন্টিমিটার। অরুনাচল প্রদেশ, মনিপুর, মেঘালয়, মিজরোম, নাগাল্যান্ড,
সিকিম ও ত্রিপুরার প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৫২.৫ সেন্টিমিটার। সবক্ষেত্রেই উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রেখে ওজন হতে হবে।
দৃষ্টিশক্তি: কাছের দৃষ্টি ভালো চোখে এন৬, খারাপ চোখে এন৯। দূরের দৃষ্টি ভালো চোখে ৬/৬, খারাপ চোখে ৬/৯।
হলদিয়া রিফাইনারি হাসপাতালে কর্মী নিয়োগ
প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট,
মেডিক্যাল টেস্ট এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের পদ্ধতি: www.recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদনের কোনো ফি দিতে হবে না।
অনলাইন আবেদন করা যাবে ৯ জুন থেকে ৮ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।
নোটিসটি ডাউনলোড করতে ক্লিক করুন
ITBP Recruitment 2023