কারেন্ট অ্যাফেয়ার্স ৯ জুন ২০২৩

301
0
Current Affairs 9th June

আন্তর্জাতিক
  • নতুন একটি মামলায় অভিযুক্ত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিজেই জানিয়েছেন যে, বর্তমানের জো বাইডেন প্রশাসন তাঁর বিরুদ্ধে সাত দফা অভিযোগ এনেছে। এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাফেজখানা থেকে বহু গোপন এবং অতি গোপন নথি সঙ্গে নিয়ে গিয়েছেন। ক্ষমতা হারানোর পরও তিনি তা ফেরত দেননি। পরে এফবিআই তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে সেই সব নথি উদ্ধার করেছে।
  • প্রতিবেশী দেশ বেলারুশে পরমাণু অস্ত্র মজুত করবে রাশিয়া। এজন্য তারা নিজেরাই প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলবে। এদিন সোচিতে বেলারুশের রাষ্ট্রপতি এ লুকাশেঙ্কর সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।
জাতীয়
  • একমাস পেরিয়ে গেলেও মনিপুরের পরিস্থিতি এখনো উত্তপ্ত।এদিন সেনাবাহিনীর পোশাক পড়ে মেয়েতেই জঙ্গিরা হামলা চালায় একটি কপি কুকি গ্রামে। তাদের এলো পাতারি গুলিতে অন্তত তিনজন গ্রামবাসীর মৃত্যু হয়েছে।এদিকে এদিনই মণিপুরের ঘটনা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গড়লো সিবিআই।
  • দেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা ১০ কোটির বেশি। ল্যানসেট মেডিকেল জার্নাল সমীক্ষা চালিয়ে এই তথ্য প্রকাশ করেছে। রাজ্যগুলির মধ্যে সবথেকে বেশি ডায়াবেটিক রোগী রয়েছেন কেরলে। সেখানকার ২৫.৫% মানুষ ডায়াবেটিসের ভুগছেন।
খেলা
  • ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৬৯ রান তোলার পর ভারতকে প্রথম ইনিংসে ২৯৬ রানে অলআউট করল। ভারতের অজিঙ্ক রাহানে ৮৯ রান করেন। এদিনই ভারতের ত্রয়োদশ ক্রিকেটার হিসাবে টেস্টে ৫০০০ রান পূর্ণ করলেন রাহানে। মোট ৮৩টি টেস্ট খেলে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। এদিন শার্দুল সিং করেন ৫১ রান। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে চার উইকেট হারিয়ে ১২৩ রান তুলল।
  • ইন্টারকন্টিনেন্টাল কাপে প্রথম ম্যাচে জয় পেল ভারত। এদিন ভুবনেশ্বরে ভারত ২-০ গোলে হারিয়ে দিল মঙ্গোলিয়াকে। ফিফা ক্রম তালিকায় ভারত ও মঙ্গোলিয়ার ক্রোম যথাক্রমে ১০১ ও ১৮৩।
বিবিধ
  • মাউন্ট এভারেস্টের থেকেও বেশি উচ্চতার পর্বত শৃঙ্গের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। তাও সেটি সামান্য উঁচু নয়। ৮৮৪৮ মিটার উঁচু এভারেস্টের তুলনায় তার উচ্চতা বেশ কয়েক গুণ দীর্ঘ প্রচেষ্টার পর ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এই শৃঙ্গের অস্তিত্ব সম্বন্ধে নিশ্চিন্ত হয়েছেন এটির উচ্চতা অন্তত ৩৮ কিলোমিটার। এটি রয়েছে পৃথিবীর গভীরে মহাসাগরের নীচে। ভূমিকম্পের ফলে যে তরঙ্গ সৃষ্টি হয় তার সেসমিক ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই পর্বতের অস্তিত্ব সম্বন্ধে নিশ্চিত হয়েছেন।