কারেন্ট অ্যাফেয়ার্স ২২ জুন ২০২৩

349
0
Current Affairs 22nd June

আন্তর্জাতিক
  • এক বিস্ফোরণে চিনে মৃত্যু হল ৩১ জনের। চিনে ‘ড্রাগন বোট’ উৎসব নিয়ে কার্যত উন্মাদনা চলছে। উত্তর পশ্চিম চিনের ইনছোয়ান শহরের একটি রেস্তোরায় ওই বিস্ফোরণ ঘটে। তবে প্রশাসনের দাবি, গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটেছে।
  • অতলান্টিক মহাসাগরের তেরো হাজার ফুট গভীরে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছেই উদ্ধার হল টাইটান ডুবোজাহাজের ধ্বংসাবশেষ। ফলে ৫ জন পর্যটকের সলিল সমাধিই ঘটেছে বলে জানা গেল। ওশানগেট সংস্থা মাথাপিছু আড়াই লক্ষ ডলারের বিনিময়ে সমুদ্রের গভীরে পর্যটকদের নিয়ে গিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখিয়ে আনতো। ১৯১২ সালে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল। সংস্থার দাবি ছিল এই ডুবোজাহাজ এমনভাবে তৈরি যা যেকোনো যন্ত্রাংশ বিকল হলে নিজে থেকে সমুদ্রের উপরে ভেসে উঠবে। কিন্তু বাস্তবে দেখা গেল জলের চাপে সেটি বিকল হয়ে পড়েছে। নির্দিষ্ট সময়ে অক্সিজেনও ফুরিয়ে যায়। এই অভিযানে ডুবোজাহাজ টির চালকের আসনে ছিলেন ওশানগেট সংস্থার প্রতিষ্ঠাতা স্টক্সন রাস। ঘটনাচক্রে স্টক্সনের স্ত্রী ওয়েন্ডির জীবনের সঙ্গে টাইটানিকের স্মৃতির যোগ রয়েছে। ১৯১২ সালে টাইটানিক জাহাজে যারা প্রাণ হারিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন ধনকূপের ইশিডন স্ট্রস ও তার স্ত্রী ইডা। তাঁদের মর্মান্তিক ঘটনা জেমস ক্যামেরনের টাইটানিক চলচ্চিত্রেও জায়গা করে নিয়েছিল। সেই ইডির প্রপৌত্রী হলেন ওয়েন্ডি। ২০২১ সালে এই ডুবোজাহাজ পর্যটন শুরু হওয়ার পর ওয়েন্ডি নিজে তিনবার অভিযানে অংশ নিয়েছিলেন।
জাতীয়
  • মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ওয়াশিংটন পৌছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁর সঙ্গে বৈঠক হলো মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের। এরপর মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। যদিও এই সম্মেলনে মাত্র দুজন সাংবাদিক প্রশ্ন করার সুযোগ পেয়েছেন। দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর বিভিন্ন বিষয় নিয়ে যৌথ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে নাসা এবং ইসরোর আগামী বছর যৌথ মহাকাশ অভিযান, ভারতে ফাইটার জেট ইঞ্জিন তৈরি বিষয়ে রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটেক্স লিমিটেডের সঙ্গে মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রিকের চুক্তিবদ্ধ হওয়া, বেঙ্গালুরু, আহমেদাবাদে নতুন মার্কিন কনসুলেট খোলা, সিয়াটেলে নতুন ভারতীয় কনসুলেট খোলা, এইচ ওয়ান বি ভিসা প্রক্রিয়ার সংশোধন প্রভৃতি।
  • বৃহন মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনে কোভিড রোগীদের জন্য যে ওষুধ সরবরাহ করা হয়েছিল সেখানে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল। একটি ওষুধ সংস্থার সঙ্গে মুম্বইয়ের মেয়রের চুক্তি অনুযায়ী ঔষধ ভর্তি, প্রতিটি ব্যাগ বিক্রি করা হয়েছিল ৬৮০০ টাকায়। অথচ খোলা বাজারে ওই ব্যাগ বিক্রি হয় কমবেশি দু হাজার টাকায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্র উদ্ধৃত করে এই অভিযোগ প্রকাশ্যে এনেছে একটি সংবাদপত্র।
  • মনিপুরের পরিস্থিতি নিয়ে নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার। মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে লাগাতার সংঘর্ষে গত ৫০ দিন ধরে অশান্ত হয়ে রয়েছে মনিপুর।
খেলা
  • বিশ্ব বক্সিং সংস্থাকে কার্যত অবৈধ বলে ঘোষণা করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। প্রশাসনিক, অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্ব বক্সিং সংস্থায় অনিয়ম চলছিল বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব বক্সিং সংস্থার পরিচালন সমিতি ভেঙে দেওয়ার প্রস্তাবে ৬৯টি দেশ সায় দিয়েছে।
  • তাইপে ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ছেলেদের সিঙ্গেলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতের এইচএস প্রণয়।
বিবিধ
  • সেবিকা হিসেবে যারা মানবসেবার অসামান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের মধ্যে ১৫ জনকে ফ্লোরেন্স নাইটেঙ্গেল সম্মান দেওয়ার কথা জানালো কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেবেন। এই ১৫ জনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির অভিস্মিতা ঘোষ।