পরিবেশ মন্ত্রকে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

3547
0
MOEF Recruitment 2023 

কেন্দ্রীয় সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীন দ্য ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়াতে চুক্তির ভিত্তিতে MOEF Recruitment 2023

প্রোজেক্ট অ্যাসোসিয়েট, প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র প্রোজেক্ট ফেলো, সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ প্রক্রিয়া চলছে।

বিজ্ঞপ্তি নম্বর: WII/ADVT.1/RP-CELL/2023.

যোগ্যতা ও বয়স: প্রোজেক্ট অ্যাসোসিয়েট: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি, বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর।

প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বায়োলজি/ লাইফ সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি। বয়সের ঊর্ধ্বসীমা ৫০ বছর।

ভারতীয় রেলে ৩৬২৪ শূন্যপদে অ্যাপ্রেন্টিস

সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েট: ন্যাচারাল সায়েন্সে মাস্টার ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।

জুনিয়র প্রোজেক্ট ফেলো: ন্যাচারাল সায়েন্সে মাস্টার ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর।

টেকনিক্যাল কাম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ব্যাচেলর ডিগ্রি। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে।

বেতন: প্রোজেক্ট অ্যাসোসিয়েট-ওয়ান পদে ৩১০০০ টাকা, প্রোজেক্ট অ্যাসোসিয়েট-টু পদে ৩৫০০০ টাকা,

প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে বেতন ২০০০০ টাকা, সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদে ৪২০০০ টাকা,

জুনিয়র প্রোজেক্ট ফেলো পদে প্রথম ও দ্বিতীয় বছরে ৩১০০০ টাকা এবং তৃতীয় বছরে ৩৫০০০ টাকা,

টেকনিক্যাল কাম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে ৩০০০০ টাকা।

হলদিয়া ডকে কাজের সুযোগ

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://www.wii.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির কপি সিঙ্গল পিডিএফ ফাইলে recruitment@wii.gov.in ইমেল আইডিতে মেল করতে হবে।

মেল করতে হবে ১০ জুলাই ২০২৩ তারিখের মধ্যে।

আর্মিতে ১৯৬ পুরুষ-মহিলা ইঞ্জিনিয়ার নিয়োগ

মেল-এ সাবজেক্টে লিখতে হবে `Application for Advt. No. WII/ADVT.1/RP-CELL/2023 at WII-reg`

 নোটিসটি দেখতে ক্লিক করুন

MOEF Recruitment 2023