দক্ষিণ পশ্চিম রেলে অ্যাপ্রেন্টিস

541
0
RRB Technician Recruitment 2024

দক্ষিণ পশ্চিম রেলে ৯০৪ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। South Western Rail Apprentice

প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। নোটিফিকেশন নম্বর: SWR/RRC/Act Appr/01/2023.

যে সমস্ত ট্রেডে নেওয়া হবে সেগুলি হল– ফিটার, ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান, রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার মেকানিক,

প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, টার্নার, কার্পেন্টার, পেইন্টার।

সারা দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ৪০৪৫ ক্লার্ক নিয়োগ

ডিভিশন অনুযায়ী শূন্যপদ: হুব্বালি ডিভিশন: ২৩৭, ক্যারিয়েজ রিপেয়ার ওয়ার্কশপ, হুব্বালি: ২১৭,

বেঙ্গালুরু ডিভিশন: ২৩০, মাইসোর ডিভিশন: ১৭৭, সেন্ট্রাল ওয়ার্কশপ, মাইসোর: ৪৩।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট।

মাধ্যমিক যোগ্যতায় এমটিএস নিয়োগ

বয়স: ২ আগস্ট ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর। ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

স্নাতক যোগ্যতায় রেডিওতে কাজের সুযোগ

আবেদনের পদ্ধতি: www.rrchubli.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

South Western Rail Apprentice