কারেন্ট অ্যাফেয়ার্স ৫ জুলাই ২০২৩

290
0
Current Affairs 24th October

আন্তর্জাতিক
  • জাপানে যুব সমাজের সংখ্যা ক্রমশই কমছে। জাপানের মোট জনসংখ্যার ২৮ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। ২০২২ সালের একটি পরিসংখ্যান অনুযায়ী বাড়িতে শিশুসন্তান রয়েছে এমন পরিবারের সংখ্যা এক কোটির নিচে নেমে এসেছে।  এই পরিস্থিতি আগে কখনো হয়নি জাপানে।
  • পূর্ব ইউক্রেনে পরমাণু বোমা হামলার পরিকল্পনা করেছিল রাশিয়া। কিন্তু চিনের হস্তক্ষেপে তারা সেই পরিকল্পনা বাস্তবায়িত করেনি। এই দাবি করল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দৈনিক পত্রিকা। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ একই রকম ভাবে চলছে। এদিন ইউক্রেন ডোনেতস্ক লোকালয় অঞ্চলে গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করল রাশিয়া। এই হামলায় ৪১ জন জখম হয়েছেন বলে জানা গেছে।
জাতীয়
  • জুন মাসে রাজস্থানে বৃষ্টি হয়েছে ১৫৬.৯ মিলিমিটার। রাজস্থানে স্বাভাবিক বৃষ্টিপাতের থেকে তা ১৮৫ শতাংশ বেশি। বস্তুত ১৯০১ সালে আবহাওয়ার তথ্য সংরক্ষণ শুরুর পর থেকে ১২৩ বছরের ইতিহাসে এটাই রাজস্থানে জুন মাসে সবথেকে বেশি বৃষ্টিপাত। আরব সাগরে ঘনীভূত  ‘বিপর্যয়’ নামক ঘূর্ণিঝড়ের প্রভাবে এ বছর জুন মাসে মাত্রা ছাড়া বৃষ্টি হয়েছে রাজস্থানে।
  • ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিল ২০২০ অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংসদের বাদল অধিবেশনে তা পেশ হতে পারে বলে মনে করা হচ্ছে।
  • কলকাতায় ন্যাশনাল লাইব্রেরির মূল ভবনের নাম ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি ভাষা ভবন রাখার সিদ্ধান্ত জানালো কেন্দ্রীয় সরকার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১৯৪৮ সালে তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে ৮০ হাজারের  বেশি বই ন্যাশনাল লাইব্রেরিকে দান করেছিলেন।
খেলা
  • উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে নোভাক জোকোভিচ হারিয়ে দিলেন অস্ট্রেলিয়ার জর্ডান টমসনকে। গ্র্যান্ডস্লামে এটি জোকোভিচের ৩৫০ তম ম্যাচ জয়। তিনি এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। তার আগে রয়েছেন রজার ফেডেরার (৩৭৯) এবং সেরিনা উইলিয়ামস (৩৬৫)। তাছাড়া ঘাসের কোর্টে একটানা ৩০তম জয়ও পেলেন জোকোভিচ।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রানার্স হলেও টেস্ট বিশ্ব রাঙ্কিং এ শীর্ষস্থানে থাকলো ভারত।
বিবিধ
  • পরিবেশ রক্ষায় খেলার মাঠে নেমে খেলা বন্ধ করে বিক্ষোভ দেখিয়ে দৃষ্টি আকর্ষণ করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ‘জাস্ট স্টপ অয়েল’ নামে ওই সংগঠনের সদস্যদের বিক্ষোভে এদিন উইম্বলডনে টেনিস ম্যাচ কিছুক্ষণের জন্য বন্ধ করে দিতে হয়। লর্ডসে গত সপ্তাহে ইংল্যান্ড অস্ট্রেলিয়া অ্যাসেজ সিরিজের টেস্ট চলার সময়ও তারা বিক্ষোভ দেখিয়ে ম্যাচ বন্ধ করে দিয়েছিল।
  • বিকল্প জ্বালানির ওপর জোর দিয়ে যদি ৬০ শতাংশ ইথানল ও ৪০ শতাংশ বিদ্যুৎ জ্বালানি ব্যবহার করা হয় তাহলে ভবিষ্যতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১৫ টাকায় নেমে আসতে পারে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি