গাজা ভূখণ্ডের একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে। গাজার আল আহলি হাসপাতালে ইজরায়েলের বোমারু বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ। তবে ইজরায়েল এই অভিযোগ স্বীকার করেনি। তাদের দাবি, হামাসের ছোঁড়া রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই হাসপাতালে গিয়ে পড়েছে। হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধের একাদশ দিনে চরম সংকটে পড়েছেন গাজার ২৩ লক্ষ বাসিন্দা। রাষ্ট্রসঙ্ঘের এক প্রতিনিধির কথায়, গাজার অবস্থা নরকের মতো। মিশর থেকে বিপুল পরিমাণ ত্রাণ পৌঁছেছে সীমান্তে কিন্তু তা বন্টন করা সম্ভব হয়নি। গাজায় রাষ্ট্রসঙ্ঘের ১৩ হাজার স্বেচ্ছাসেবকও ক্লান্ত বলে জানা গেছে। গাজায় ইজরায়েলের পণবন্দি এবং বিদেশি নাগরিকদের মুক্তি দেওয়ার জন্য হামাসের নেতাদের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন তুরস্কের বিদেশ মন্ত্রী। কিন্তু সেখান থেকে কোন সদর্থক বার্তা মেলেনি।
চিনে অঅনুষ্ঠিতব্য’বেল্ট অ্যান্ড রোডস ফোরাম’ এর সম্মেলনে যোগ দিতে দুদিনের চিন সফরে গেলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। এই সম্মেলনে যোগ দিচ্ছেন একশোর বেশি দেশের প্রতিনিধি। তাৎপর্যপূর্ণ ঘটনা হলো এই যে, এখানে আফগানিস্তানের তালিবান সরকারের প্রতিনিধিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রসঙ্গত, দু’বছর হল আফগানিস্তানের শাসন ক্ষমতা দখল করেছে তালিবান। সেভাবে তাদের কোন রাষ্ট্রই স্বীকৃতি জানায়নি।
জাতীয়
দেশে সমলিঙ্গ বিবাহ কোনরকম আইনি স্বীকৃতি পেল না। এদিন এই বিষয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতিকে নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চ। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে এই বেঞ্চ ৩-২ মতের ভিত্তিতে জানিয়েছে, সুপ্রিম কোর্টের পক্ষে এই বিষয়ে কোনো আইনি স্বীকৃতি দেওয়া সম্ভব নয়। একমাত্র আইন সভাই তা পারে। এক্ষেত্রে আইনসভাকে কোন নির্দেশও দিতে পারেনা সর্বোচ্চ আদালত। তবে সম লিঙ্গের মানুষ একসঙ্গে থাকলে পুলিশ যেন তাদের উত্তপ্ত বা নিগ্রহ না করে বা তাদের বিরুদ্ধে কোন বৈষম্যমূলক আচরণ করা না হয়, তা নিশ্চিত করতে প্রশাসনকে বার্তা দিয়েছে সর্বোচ্চ আদালত।
খেলা
এবারের বিশ্বকাপ ক্রিকেটে অঘটন ঘটালো নেদারল্যান্ডস। তারা ৩৮ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নেদারল্যান্ডসের কাছে হেরেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ৫০ ওভারের বিশ্বকাপে এই প্রথম কোন টেস্ট খেলিয়ে দেশকে পরাস্ত করল নেদারল্যান্ডস। ম্যান অফ দ্য ম্যাচ হলেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তিনি ৬৯ বলে ৭৮ রান করেছেন। আরিয়ান দত্ত ৯ বলে করলেন ২৩ রান।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে বাংলা ২৯ রানে হারিয়ে দিল রাজস্থানকে। প্রথম ম্যাচে বাংলা মহারাষ্ট্রের কাছে হার মেনেছিল।
চিনের হ্যাং ঝাউতে এশিয়ান প্যারা গেমসে ৪৪৬ জনের দল পাঠাচ্ছে ভারত। তার মধ্যে প্রতিযোগী সংখ্যা ৩০৩ জন। মোট ১৭টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করবেন ভারতের প্রতিনিধিরা। বিগত জাকার্তা এশিয়ান প্যারা গেমসে ভারতের ১৯০ জন প্রতিনিধি গিয়েছিলেন, সেখানে ১৫টি সোনাসহ ৭২টি পদক জিতেছিল ভারত।
বিবিধ
‘বস্তি’ শব্দটি ব্যবহারে আপত্তি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এগুলি মাটির কুটির, মায়ের আআঁচল এই এলাকাগুলোকে ‘উত্তরণ’ নামে অভিহিত করলে ভাল শোনাবে বলে মন্তব্য করেছেন তিনি।
মহাকাশে ২০৩৫ সালের মধ্যে নিজস্ব স্পেস স্টেশন গঠন করবে ভারত। এবং ২০৪০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠানো হবে। এদিন এই লক্ষ্যের কথা জানালো কেন্দ্রীয় সরকার।