কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ অক্টোবর ২০২৩

125
0
Current Affairs 18th October

আন্তর্জাতিক
  • ইজরায়েল সফরে গেলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। গাজায় একটি হাসপাতালে বোমা বিস্ফোরণে অন্তত ৫০০ জনের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি বললেন, এই হামলা ইজরায়েল নয়, অন্য কেউ চালিয়েছে। ভারত, চিনসহ বিভিন্ন দেশ কারো নাম না করে হাসপাতালে হামলার নিন্দা করেছে। অন্যদিকে গাজার এই পরিস্থিতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমী দুনিয়াকে দায়ী করলেন হামাস নেতা ওসামা হামদান। মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করলেন জর্ডনের রাজা আবদুল্লাহ, মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতা এল সি সি এবং প্যালেস্টাইনের রাষ্ট্রপতি মেহমুদ আব্বাস।
  • দু’দিনে ৪৮ টি আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় উড়ান বাতিল হল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের। মূলত অর্থ সংকটের জন্যই এই সমস্যা বলে জানা গেছে।
জাতীয়
  • সাংবাদিক সৌম্যা বিশ্বনাথন খুনের মামলায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করলো দিল্লির একটি আদালত। ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর দিল্লির বসন্ত বিহারে নিজের গাড়ি থেকে সোমবার মৃতদেহ উদ্ধার হয়েছিল তাঁর। ২০০৯ সালে পুলিশ চার্জশিট পেশ করে। বলা হয়, ডাকাতির উদ্দেশে হত্যা করা হয়েছে এই সাংবাদিককে।
  • বিধায়ক ও সাংসদদের জন্য বিশেষ আদালত সমাজবাদী পার্টির নেতা আজম খান, তাঁর স্ত্রী তাজিন ফতিমা এবং ছেলে আব্দুল্লাহ আজমকে ৭ বছরের কারাদণ্ড দিল। ছেলের জন্মসংসাপত্রে কারচুপি করে প্রায় তিন বছর বয়স কমানোর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন আজম খান।
খেলা
  • বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ড ১৪৯ রানে হারিয়ে দিল আফগানিস্তানকে। চারটি ম্যাচ খেলে চাকটিতে জয়ী হয়েছে নিউজিল্যান্ড। এই দলের স্পিনার মিচেল স্যান্ডনার মোট ১১টি উইকেট নিয়ে এখনো পর্যন্ত এই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি।
  • বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে হারিয়ে দিলো পেরুকে। দুটি গোল করলেন লিওনেল মেসি। এর ফলে লাতিন আমেরিকার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে তিনি হলেন সর্বোচ্চ গোলদাতা। তিনি টপকে গেলেন লুইস সুয়ারেসকে। অন্য ম্যাচে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে দিল উরুগুয়ে। ভেনেজুয়েলা ৩-০ গোলে হারিয়ে দিল চিলিকে।
  • সন্তোষ ট্রফির বাছাই পর্ব থেকেই ছিটকে গেছে বাংলা। এদিন গ্রুপ পর্বের নিয়ম রক্ষার ম্যাচে বাংলা ৫-০ ব্যবধানে হারিয়ে দিল লাদাখকে।
বিবিধ
  • কোন অজানা কারণে পুরস্কার বাতিল হয়ে গেল কাশ্মীরের মহিলা সাংবাদিক সাফিনা নবির। হাফ উইডো দের নিয়ে একটি প্রতিবেদনের জন্য সাফিনাকে পুরস্কার দেওয়ার ঘোষণা করেছিল পুনে ইনস্টিটিউট। জম্মু ও কাশ্মীরে লাগাতার হিংসায় নিখোঁজ হয়ে যান অনেক কাশ্মীরি পুরুষ। তাদের স্ত্রীরা জানতেও পারেন না যে স্বামী আদৌ বেঁচে আছেন কিনা, অথবা স্বামীর সম্পত্তির অধিকার তাঁরা পাবেন কিনা। তাদের জীবন নানা সমস্যায় ভোগে। এই বিষয় নিয়েই একটি প্রতিবেদন তৈরি করেছিলেন সাফিনা।
  • ৪৮ লক্ষ ৬৭ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৭ লক্ষ ৯৫ হাজার অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এবছর রেলওয়ে কর্মীদের ৭৮ দিনের বোনাস দেওয়ার ঘোষণা করা হলো। ১১ লক্ষ ৭ হাজার ৩৪৬ জন নন গেজেটেড রেল কর্মী এতে উপকৃত হবেন।