আন্তর্জাতিক
- মলদ্বীপের নতুন রাষ্ট্রপতি হিসাবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন মহম্মদ মুইজ্জু। শপথ গ্রহণের পর জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেছেন, মলদ্বীপ থেকে বিদেশী সেনাদের সরিয়ে দেওয়া হবে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।
- মায়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে মামলা করল ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস কানাডা ডেনমার্ক ও ব্রিটেন। সংখ্যালঘু রোহিঙ্গা মূলত মহিলা ও শিশুদের ওপর যে অত্যাচার হয়েছে মূলত তার বিচার চাওয়া হয়েছে।
- বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করল প্রধান শাসক দল আওয়ামি লিগ। প্রথম দিনেই ফর্ম বিক্রি করে তাদের আয় হল ৫ কোটি ৩৭ লক্ষ টাকা। প্রতিটি মনোনয়ন পত্রের দাম ২৫ হাজার টাকা। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান সাংসদ হওয়ার জন্য মনোনয়নপত্র কিনেছেন বলে জানা গেছে।
জাতীয়
- উত্তরাখণ্ডের উত্তর কাশিতে সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের সংখ্যা ৪১। গত ৭ দিন ধরে তাঁরা আটকে রয়েছেন ওই সুড়ঙ্গের মধ্যে। বারবার ধস নেমে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে। আটক শ্রমিকরা প্রায় সকলেই পরিযায়ী শ্রমিক। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পাঁচটি পদ্ধতিতে উদ্ধারের চেষ্টা চলছে অবরুদ্ধ শ্রমিকদের। এক্ষেত্রে দায়িত্ব পালন করছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, শতদ্রু জলবিদ্যুৎ নিগম, তেহেরি জলবিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন এবং রেল বিকাশ নিগমের বিশেষজ্ঞরা।
- বিধানসভায় পাস হওয়া বিল দীর্ঘদিন ধরে আটকে রাখার কারণে রাজ্যপালদের করা সমালোচনা করেছিল সুপ্রিমকোর্ট। এরপর বারোটি বিল রাজ্য সরকারের কাছে বারটি বিলের মধ্যে দশটি ফেরত পাঠিয়েছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি তামিলনাড়ু বিধানসভা অনুমোদন করে রাজ্যপালের কাছে ফেরত পাঠালো এজন্য বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল তামিলনাড়ু বিধানসভায়।
- প্রয়াত হলেন বুধনি মেঝান। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ১৯৫৯ সালের ৬ ডিসেম্বর পাঞ্চেত বাঁধের উদ্বোধন করতে এসেছিলেন তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। মঞ্চে ছিলেন ১৫ বছরের বুধনি। সুইচ টিপে নবনির্মিত বাঁধের উদ্বোধন করতে বুধনিকেই ডেকে নিয়েছিলেন নেহরু। তারপরেই তিনি ওই বাঁধ সম্বন্ধে উক্তি করেন, টেম্পেল অব ডেভেলাপিং ইন্ডিয়া। বুধনি থাকতেন ডিভিসি আবাসনে তিনি চাকরিও করতেন ডিভিসিতে।
খেলা
- ইউরোর যোগ্যতা অর্জনের ম্যাচে রীতিমত বেকায়দায় পড়েছিল ইতালি। ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে এবং বাইরে হেরে গিয়েছিল তারা। এদিন উত্তর ম্যাসেডোনিয়াকে ৫-২ গোলে হারিয়ে পুনরায় লড়াইয়ে ফিরলো ইতালি। ২০২৪ সালের ইউরো কাপে যোগ্যতা অর্জনের লড়াইয়ে সাত ম্যাচে তাদের পয়েন্ট ১৩। তুলনায় সুবিধাজনক স্থানে রয়েছে ইংল্যান্ড। এদিন তারা মাল্টাকে ২-০ গোলে হারিয়ে দিল। অন্যদিকে ইউরো কাপের মূল পর্বের যোগ্যতা অর্জন করল ডেনমার্ক এবং আলবেনিয়া।
বিবিধ
- ৩৩ টি জরুরী ওষুধের দাম কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রক। মূলত সুগার, ব্লাড প্রেসার, হার্ট, কোলেস্টেরল, লিপিড এবং শ্বাসকষ্টজনিত ওষুধের দাম কমানো হলো। কিছু ক্ষেত্রে ট্যাবলেট এবং ক্যাপসুলের দামও বেঁধে দেওয়া হয়েছে।
- চাঁদে মহাকাশযান পাঠিয়ে সেখান থেকে মাটি ও পাথর সংগ্রহ করে তা পুনরায় পৃথিবীতে ফিরিয়ে আনার প্রকল্প গ্রহণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে লুনার স্যাম্পল রিটার্ন মিশন। আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে এই প্রকল্প কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
- কৃত্রিম মেধা নিয়ে কাজ করা সংস্থা চ্যাট জিপিটি থেকে সরিয়ে দেওয়া হল সংস্থার সিইও তথা অন্যতম প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানকে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মীরা মুরাতি। মীরা ভারতীয় বংশোদ্ভূত। তিনি জন্মগ্রহণ করেছিলেন গুজরাটে।