কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ নভেম্বর ২০২৩

169
0
Current Affairs 19th November

আন্তর্জাতিক
  • গাজায় ইজরায়েলের লাগাতার সেনা অভিযান ও বিমান হানায় নিহতের সংখ্যা ১২ হাজার অতিক্রম করে গেল। এর মধ্যে রয়েছে পাঁচ হাজার শিশু। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক এই তথ্য প্রকাশ করেছে। জানা গেছে, গাজার আল ফকৌড়ায় রাষ্ট্রসঙ্ঘের একটি স্কুলে আশ্রয় নিয়েছিলেন অসংখ্য শরণার্থী। সেখানেও বিমান থেকে বোমা বর্ষণে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। আল ফাতারে-এর শরণার্থী শিবিরেও হামলা চালানো হয়। রাষ্ট্রসঙ্ঘের অন্তত ৭০টি বাড়িতে ইজরায়েল হামলা চালিয়েছে বলে জানা গেছে।
  • বাংলাদেশে জামাতে ইসলামের রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশন আগেই বাতিল করেছিল হাইকোর্ট। এর বিরুদ্ধে বাংলাদেশের সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল দলটি। কিন্তু তাদের সেই আবেদন খারিজ করে দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। এদিকে জামাতে ইসলামী এবং বিএনপি- র ডাকা ধর্মঘটে বিশেষ  সাড়া মেলেনি। বাংলাদেশে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছিল।
  • ইয়েমেন উপকূলের কাছে একটি মালবাহী জাহাজ অস্ত্র উঁচিয়ে দখল করে নিল ইয়েমেনের হুথি জঙ্গিরা। ইরানের মদদপুষ্ট এই জঙ্গিরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নিয়েছে। তারা জাহাজটিকে ইয়েমেনের একটি বন্দরে নোঙ্গর করিয়ে রেখেছে। তাদের দাবি, ইজরায়েলের এই জাহাজ। যদিও ইজরায়েল এই দাবি উড়িয়ে দিয়েছে। জাহাজটি তুরস্ক থেকে ভারত যাচ্ছিল।
  • বালুচিস্তান থেকে আফগান শরণার্থীদের তিন মাসের মধ্যে বিতাড়ন করা হবে বলে হুমকি দিলেন পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের তথ্যমন্ত্রী জান আচাকজাই।
জাতীয়
  • উত্তরাখণ্ডের উত্তর কাশিতে সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা ফের ব্যর্থ হল।  ব্রম্ভখাল-যমুনোত্রী হাইওয়ের মাঝপথে নির্মীয়মান সুড়ঙ্গটি ধসে পড়েছে গত ১২ নভেম্বর। টানা আট দিন ধরে তার ভেতরে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। সুড়ঙ্গটি ৮ মিটার উঁচু ও ২ কিলোমিটার দীর্ঘ হওয়ার কথা। আপাতত পাইপে করে ওই শ্রমিকদের কাছে অক্সিজেন, শুকনো খাবার, জল ও ওষুধ পাঠানো হচ্ছে।
  • মলদ্বীপের সদ্য দায়িত্ব নেওয়া রাষ্ট্রপতি মোহামেদ মুইজ্জু-এর সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। সেখানে মলদ্বীপ থেকে ভারতের সেনা সরানো নিয়ে বিতর্কের গ্রহণযোগ্য সমাধানের পথ খোঁজার লক্ষ্যে সহমত হয়েছে দুই দেশ। প্রসঙ্গত তীব্র ভারত বিরোধী প্রচার চালিয়ে এবার ক্ষমতায় এসেছেন মুইজ্জু। ‘ভারতই প্রথম’ নীতি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি।
খেলা
  • আইসিসি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। এদিন আমেদাবাদে তারা তিন উইকেটে ছয় উইকেটে হারিয়ে দিল ভারতকে। ম্যান অফ দ্য ম্যাচ হলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তিনি একশো কুড়ি বলে ১৩৭ রানের ইনিংস খেলেন। রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট- এর পরে তৃতীয় অস্ট্রেলীয় হিসাবে বিশ্বকাপ ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হলেন হেড। এই নিয়ে অস্ট্রেলিয়া ষষ্ঠবার বিশ্বকাপ জিতল। এর আগে তারা ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫ সালেও বিশ্বকাপ জিতেছিল । প্রসঙ্গত, গত জুন মাসে ভারতকে হারিয়ে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ জিতেছিল অস্ট্রেলিয়া। এবার টানা দশটি ম্যাচ জিতে ভারত ফাইনালে উঠেছিল। এর আগে ২০০৩ সালে ভারত বিশ্বকাপের রানার্স হয়েছিল। এবারের বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ হলেন ভারতের বিরাট কোহলি। তিনি প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রহকারী (৭৬৫)। প্রতিযোগিতায় সবথেকে বেশি উইকেট নিয়েছেন ভারতের মহম্মদ সামি (২৪)। সবথেকে বেশি ক্যাচ নিয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল (১১টি)।
বিবিধ
  • আকাশে অজানা বস্তু দেখে বন্ধ করে দেওয়া হলো ইম্ফল এর বীর টিকেন্দ্রজিৎ আন্তর্জাতিক বিমানবন্দর। উড়ন্ত বস্তুটি ড্রোন নয় বলে জানা গেছে। পরে বিমানবন্দরের আকাশ সীমা বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয়। তবে উড়ন্ত বস্তুটি কি তা জানা যায়নি। পরে আবার বিমান চলাচল শুরু হয়।
  • ভারতের অর্থনীতি চার লক্ষ কোটি ডলার পেরিয়ে গিয়েছে বলে একটি বার্তা ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। এর সত্যতা অবশ্য জানা যায়নি।