কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ নভেম্বর ২০২৩

293
0
Current Affairs 20th February

আন্তর্জাতিক
  • রূপান্তরকামীদের এখন থেকে কট্টরপন্থী হিসেবে চিহ্নিত করা হবে রাশিয়ায়। রাশিয়ার বিচার মন্ত্রক তাদের দেশে উভকামী, সমকামী ও রূপান্তরকামীদের আন্তর্জাতিক এলজিবিটিকিউ আন্দোলনকে কট্টরপন্থী বলে চিহ্নিত করার আবেদন জানিয়েছিল সে দেশের সর্বোচ্চ আদালতের কাছে। রাশিয়ার সুপ্রিম কোর্ট এই আবেদনে মান্যতা দিয়েছে।
  • গাজা ভূখণ্ডে সংঘর্ষ বিরতির ষষ্ঠ দিনে আরো কিছু বন্দী বিনিময় করল ইজরায়েল এবং হামাস। এদিন শেষ মুহূর্তে আরো একদিন যুদ্ধ বিরতি রাখার প্রস্তাবে সহমত হয়েছে ইজরায়েল এবং হামাস। এদিকে হামাস  প্রস্তাব দিয়েছে তারা সমস্ত পণবন্দিকে  মুক্তি দিতে পারে তবে তার পরিবর্তে ইজরায়েলকেও তাদের কারাগারে বন্দি থাকা সকল প্যালেস্টাইনিকে ছেড়ে দিতে হবে।
জাতীয়
  • জাস্টিস ফর শিখস এর নেতা তথা খালিস্তানি সংগঠন এর প্রধান গুরপতওয়ান্ত সিং পান্নুকে হত্যার চক্রান্তের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাসের কর্মী নিখিল গুপ্তকে গ্রেপ্তার করল মার্কিন পুলিশ। এর আগে ভারত- মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রি পর্যায়ের একান্ত বৈঠকেও বিষয়টি উঠেছিল। এক্ষেত্রে ভারত আদৌ কোন ষড়যন্ত্র করছে না বলে আগেই জানানো হয়েছিল।  খুনের ষড়যন্ত্রে যুক্ত থাকা ভারতের সরকারি নীতির পরিপন্থী বলেও উল্লেখ করা হয়েছে একাধিকবার।
  • তেলেঙ্গানায় ১১৯ টি বিধানসভা আসনের জন্য ভোট নেওয়া হল। ভোট পড়েছে ৬৩.৯৪ শতাংশ। কোথাও কোন অশান্তির খবর নেই।
খেলা
  • আই লিগের ম্যাচে বেঙ্গালুরু এফসি বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ৩-৩ গোলে অমীমাংসিত থাকলো। এদিন বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনার পদক জয়ী ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া। ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক তথা বেঙ্গালুরুর ফুটবলার সুনীল ছেত্রীর সঙ্গে নিজের জার্সি বিনিময় করলেন তিনি।

 

বিবিধ
  • চলতি অর্থ বর্ষের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে অর্থাৎ দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধির হার হয়েছে ৭.৬ শতাংশ। প্রথমার্ধে তা ছিল ৭.৭ শতাংশ। এক বছর আগের অর্থবর্ষে বিগত অর্থ বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে এই হার ছিল ৭.৮ শতাংশ। সর্বশেষ ত্রৈমাসিকে জিডিপির এই হার রিজার্ভ ব্যাংকের পূর্বাভাসের থেকে বেশি হয়েছে কারণ রিজার্ভ ব্যাংক ৬.৫। শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।
  • প্রয়াত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন বিদেশ সচিব তথা কূটনীতিবিদ হেনেরি কিসিঞ্জার। ১০০ বছর বয়স হয়েছিল তাঁর । মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন এবং জেরাল্ড  ফল্ডের আমলে তিনি মার্কিন বিদেশ সচিবের পদে ছিলেন। ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাঁর  মদতেই মার্কিন যুক্তরাষ্ট্র   পাকিস্তানের পক্ষ নিয়েছিল।  ১৯৭৩ সালের ইজরায়েল ও প্যালেস্টাইনের যুদ্ধ থামাতে তাঁর ভূমিকা ছিল সদর্থক। এরপরে তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। যদিও নোবেল শান্তি পুরস্কারে হেনরি কিসিঞ্জারকে মনোনীত করা নিয়ে তুমুল বিতর্ক ও। সেই সময়ে তাঁরই সঙ্গে নোবেল শান্তি পুরস্কার পান ভিয়েতনামের লে ডাক  থো। সেই পুরস্কার প্রত্যাখান করেন থো।  নোবেল শান্তি পুরস্কার নির্বাচকদের দুই সদস্যকেও পদত্যাগ করতে হয়।