কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ ডিসেম্বর ২০২৩

252
0
Current Affairs 17th December

আন্তর্জাতিক
  • লিবিয়া থেকে ৮৬ জন শরণার্থী নিয়ে ইউরোপে গোপনে প্রবেশের জন্য রওনা দিয়েছিল একটি জাহাজ। যাত্রীরা ছিলেন মূলত নাইজেরিয়া, গাম্বিয়া ও মধ্য আফ্রিকার বিভিন্ন দেশের বাসিন্দা। এরপর গভীর সমুদ্রে এই জাহাজ ডুবে অন্তত ৬১ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন’ এই খবর জানিয়েছে। তাদের দাবি, মিশর, আলজেরিয়া থেকে ইউরোপের ইতালি ও মাল্টায় অনুপ্রবেশ হয়েই চলেছে। সেখানে শুধু ২০২৩ সালে সমুদ্রপথে অনুপ্রবেশের চেষ্টায় ২২৫০ জনের মৃত্যু হয়েছে।
  • ইজরায়েল জুড়ে বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে জনমত ক্রমশ তীব্র হচ্ছে। ইজরাইলের সেনাবাহিনীর গুলিতে গাজায় পণবন্দি তিনজন ইজরাইলি যুবকের মৃত্যুর ঘটনায় তীব্র বিক্ষোভ দেখান অসংখ্য মানুষ। তাদের দাবি, যুদ্ধ বড় কথা নয়, পনবন্দীদের মুক্ত করে আনাই বড় কথা। ‘হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলি ফোরাম’ নামের একটি মঞ্চ তেল আভিভসহ ইজরাইলের বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ সংগঠিত করছে।   প্রসঙ্গত গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালিয়ে ২৫০ জনকে অপহরণ করে নিয়ে গিয়েছিল হামাস। তাদের হাতে এখনো ১২৯ জন পণবন্দি রয়েছেন।
 জাতীয়
  • নাগপুরে বিস্ফোরক তৈরীর একটি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল ৯ জনের। মৃতদের মধ্যে ৬ জন মহিলা। নাগপুরের বাজারগড় গ্রামে এই কারখানায় প্রতিরক্ষা বাহিনীর জন্য বিস্ফোরক ও ড্রোন তৈরি করা হয়।
  • সুরাটে বিশ্বের সর্ববৃহৎ অফিস ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিরে ব্যবসার জন্য এই বিরাট অফিস ভবন তৈরি করা হয়েছে।
  • সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এর পরীক্ষা করল ভারতের বায়ুসেনা। এই ব্যবস্থার নাম সমর বা সারফেস টু এয়ার মিসাইল ফর অ্যাসিয়োর্ড রিটেলিয়েশন।
খেলা
  • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজ জয় দিয়ে শুরু করল ভারত। এদিন ওয়ান্ডারার্সে ভারত আট উইকেটে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে। প্রথমে ব্যাট করে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। এরপর ২০০ বল বাকি থাকতেই ভারত জয় নিশ্চিত করে। ভারতের আরশদীপ সিং ৩৭ রান দিয়ে পাঁচ উইকেট পান। তিনি এদিনের ম্যান অফ দ্য ম্যাচ। প্রসঙ্গত, পাঁচ বছরে এই প্রথম দক্ষিণ আফ্রিকায় কোন একদিনের ম্যাচে জয়ী হলো ভারত। ভারতের হয়ে এদিনই অভিষেক হল সাই সুদর্শন এবং শ্রেয়স আয়ারের। দুজনেই অর্ধ শতরান করেছেন।
  • পার্থ টেস্টে ৩৬০ রানে পাকিস্তানকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ২ ইনিংসে করেছিল যথাক্রমে ৪৮৭ ও ২৩৩ রান। পাকিস্তান তাদের দুই ইনিংসে করে যথাক্রমে ২৭১ এবং ৮৯ রান । এই টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন মাসুদ । ম্যান অফ দ্যা ম্যাচ হলেন মিচেল মার্স । তবে এই টেস্টে ৫০০ তম উইকেট স্বীকার করলেন অস্ট্রেলিয়ার নেথান লায়ন সেন ওয়ান এর পর দ্বিতীয় অস্ট্রেলিয়া স্পিনার হিসেবে তিনি এই কীর্তি স্থাপন করলেন ১২৩ টি টেস্ট খেলে তার সংগ্রহ মোট ৫০১ উইকেট। বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসেবে ৫০০ টেস্ট উইকেটের মালিক হলেন লিও
  • দুবাইয়ে আয়োজিত অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ ফাইনালে তারা ১৯৫ রানে হারিয়ে দিল সংযুক্ত আরব আমির শাহী কে।
  • টাটা স্টিল কলকাতা ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ছেলেদের এলইডি বিভাগে চ্যাম্পিয়ন হলেন ড্যানিয়েল এবেনিও। মহিলাদের এলিট বিভাগে চ্যাম্পিয়ন হলেন সুতুমে কেবেদে
বিবিধ
  • বিশ্বের সবথেকে দূষিত শহরগুলির তালিকায় প্রথম সারিতে রয়েছে পাকিস্তানের লাহোরের নাম এই তালিকায় লাহোরের স্থান পঞ্চম এদিন দূষণ মোকাবিলায় প্রথমবার কৃত্রিম বৃষ্টিপাতের ব্যবস্থা করা হলো সেখানে।