আইটিআই অ্যাপ্রেন্টিস নিয়োগ

303
0
THDC ITI Trade Apprentice

তেহরি হাইড্রো ডেভলপমেন্ট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডের (টিএইচডিসি) অধীন তেহরি ও কোটেশ্বরে ৯০টি শূন্যপদে আইটিআই অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। THDC ITI Trade Apprentice

বিজ্ঞপ্তি নম্বর: Trade Apprentices THDCIL/Tehri/01/2023-24.

যে সমস্ত ট্রেডে আইটিআই অ্যাপ্রেন্টিস নেওয়া হবে সেগুলি হল– কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার/ সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট,

ওয়ারম্যান, ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক), মেকানিক্যাল (ডিজেল), মেকানিক (মোটর ভিকল), মেকানিক (আর্থ মুভিং মেশিনারি),

মেকানিক (আরঅ্যান্ডএম অব হেভি ভিকল), মেকানিক (আরঅ্যান্ডএম অব লাইট ভিকল)।

যোগ্যতা: দশম শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই।

২০১৯ সালের আগে যাঁরা পাশ করেছেন তাঁরা আবেদন করতে পারবেন না।

বয়স: ১০ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

এসএসসি সিজিএল টিয়ার ২ আন্সার কি

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর, ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৭০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। প্রথমে www.apprenticeshipindia.gov.in পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে।

মাধ্যমিক যোগ্যতায় কাজের সুযোগ

এরপর www.thdc.co.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে। পূরণ করা

আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স পাঠাতে হবে AGM (HR&A), THDC India Limited Administrative Building, Bhagirathipuram, Tehri Garhwal- 249124 ঠিকানায়।

আবেদনপত্র পাঠানোর শেষ দিন ১০ জানুয়ারি ২০২৪।

THDC ITI Trade Apprentice

নোটিসটি দেখতে ক্লিক করুন